ক্রিকেটারদের বন্ধনই শ্রীলঙ্কান বিজয়ের চাবিকাঠি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-19 09:20:00

টানা দুই জয়ের পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। ১৪৭ রানের পুঁজি নিয়েও ১৩ রানে সফরকারীরা হারিয়েছে পাকিস্তানকে। সুবাদে এই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান দল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই দেশে ফিরছে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দল। 

পাকিস্তানের মাটিতে এমন দুরন্ত বিজয়ের নেপথ্যে রহস্য কী ? ক্যাপ্টেন দাসুন শানাকার মতে, ক্রিকেটারদের মধ্যে দৃঢ় বন্ধনই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি, ‘ক্রিকেটাররা ছিলেন একই সূত্রে গাঁথা। এটাই আমাদের সাফল্যের মূল। ম্যাচের মাঝে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা অসাধারণ ক্রিকেটার নয়, তবে তারা সবাই সমান মেধাবী। ঐক্যটা ছিল গোপনীয়।’

দৃঢ় প্রত্যয় নিয়েই মাঠে নেমে ছিল লঙ্কান শিবির। শানাকার কথায় তা বেরিয়ে এলো, ‘আমরা জানতাম, যদি স্মার্ট ক্রিকেট খেলি তাহলে সব সময় জয়ের সম্ভাবনা থাকবে আমাদের সামনে। আমরা প্রত্যকে চটপটে সিদ্ধান্ত নিয়েছি আজ।’

শুধু মাঠের লড়াইয়ের জয় নয়। সম্মান নিয়েও ফিরছে শ্রীলঙ্কান। শানাকা তো তেমনটাই মনে করছেন, ‘পাকিস্তানের লোকজনের প্রতি কৃতজ্ঞা। তারা শুধু নিজেদের খেলোয়াড়দেরকেই সমর্থন দেননি। আমাদেরও সাপোর্ট দিয়ে গেছেন।’

ওয়ানডে সিরিজ অবশ্য শ্রীলঙ্কানদের হাতছাড়া হয়েছে আগেই।

এ সম্পর্কিত আরও খবর