শেষের চমকে ডাচদের মুখে হাসি

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 18:58:22

শুরুর সঙ্গে শেষের কতো অমিল! হতাশাতেই কাটছিল ম্যাচের প্রায় পুরোটা সময়! কিন্তু শেষ দিকে এসে পাল্টে গেল দৃশ্যপট। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে হাসিমুখেই মাঠ ছেড়েছে নেদারল্যান্ডসের ফুটবলাররা।

বৃহস্পতিবার রাতে ইউরো বাছাইপর্বে ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে ৩-১ গোলে জয় তুলে নেয় ডাচরা। মেমফিস ডিপাই করেন জোড়া গোল।

অথচ মনে হচ্ছিল ঘরের মাঠে বুঝি ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে ডাচদের। খেলার ৭৪তম মিনিট পর্যন্ত গোলশূন্য। এরপরই স্রোতের বিপরীতে এগিয়ে যায় আয়ারল্যান্ড। গোলদাতা জস ম্যাগেনিস। তারপরই যেন ঘুম ভাঙে ফেভারিটদের।

৮০তম মিনিটি ডিপাইয়ের গোলে সমতায় ফেরায় নেদারল্যান্ডস। তবে স্বস্তি আসে ইনজুরি সময়ের প্রথম মিনিটে। লুক ডি ইয়ংয়ের গোলে লিড নেয় ডাচরা। শেষ বাঁশি বেজে উঠার আগে ডিপাই আরেকটি গোল করলে হাসিমুখে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উয়েফা নেশন্স লিগের রানার্সআপরা এই জয়ে উঠে এসেছে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট তাদের। ১২ পয়েন্ট নিয়ে এরপরই জার্মানি। সমান পয়েন্ট নর্দার্ন আয়ারল্যান্ডেরও।

২০২০ ইউরো বাছাইয়ের ‘ই’ গ্রুপে অনায়াস জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তারা হাঙ্গেরিকে হারায় ৩-০ গোলে। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ক্রোয়াটরা।  স্লোভাকিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে এরপরই।

এদিকে ‘আই’ গ্রুপে স্যান ম্যারিনোর বিপক্ষে গোল উৎসব করেছে বেলজিয়াম। ৯-০ গোলের জয় তুলে নেয় রোমেলু লুকাকুর দল।প্রথম দল হিসেবে ২০২০ ইউরো আসরে কোয়ালিফাই করেছে তারা।  ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বেলজিয়াম। স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে এরপরই আছে রাশিয়া।

এ সম্পর্কিত আরও খবর