ব্রাডম্যানের রেকর্ড ভেঙে কোহলির দ্বিশতক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 07:59:45

প্রথম দিন ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। দ্বিতীয় দিনও চলেছে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডব। রবিন্দ্র জাদেজা ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেও বিরাট কোহলি কাজের কাজটি করে নিয়েছেন। নিজের শতককে ডাবল শতকের রূপ দিয়েছেন ভারতীয় এ ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনো করে রান পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে স্বাগতিকরা। ৫ উইকেট হারিয়ে ৬০১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।

মায়াঙ্ক আগারওয়াল (১০৮) সাজঘরে ফিরলে চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে ১৭৮ রানের জুটি গড়েন কোহলি। পঞ্চম উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে অধিনায়ক পার্টনারশিপ গড়েন ২২৫ রানের।

৩৩৬ বল খরচায় ৩৩ চার ও দুই ছক্কায় ২৫৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলে অপরাজিত থেকে যান কোহলি। গত ডিসেম্বরের পর লাল বলের ক্যারিয়ারে এটি তার প্রথম, ক্যারিয়ারে সব মিলিয়ে ২৬তম শতক ও সপ্তম ডাবল সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডটা এখন তার দখলে। সঙ্গে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ৭ হাজার রানের ক্লাবে পৌঁছে গেলেন কোহলি।

অধিনায়ক হিসেবে নবমবারের মতো ১৫০ প্লাস স্কোর গড়ে কোহলি ভেঙে ফেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানের রেকর্ড। এ টেস্টের আগে অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়কের আটবারের এই কৃতিত্বকে স্পর্শ করে ছিলেন কোহলি।

অধিনায়ক হিসেবে ১৯তম সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি ছুঁয়ে ফেললেন রিকি পন্টিংয়ের রেকর্ড। এ তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ক্যাপ্টেন হিসেবে তার সেঞ্চুরি ২৫টি।

স্নায়ুচাপে ভুগে ৯১ রানে মাঠ ছাড়েন জাজেদা। সঙ্গে আজিঙ্কা রাহানে করেন ৫৯। প্রোটিয়াদের হয়ে প্রথম তিন উইকেট নিয়ে ক্যাগিসো রাবাদাই ছিলেন সফল। এ তারকা পেসার দ্বিতীয় দিন কেবল রানই দিয়েছেন। আর কোনো উইকেট পাননি। আজ কেশব মহারাজ ও সেনুরান মুথুস্যামি শিকার করেন মাত্র একটি করে উইকেট।

এর আগে পুণেতে ৩ উইকেটে ২৭৩ রান নিয়ে শুক্রবার (১১ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। মাত্র দুই উইকেট হারিয়ে দলীয় স্কোরে তারা যোগ করে ৩২৮ রান।

দ্বিতীয় দিনের শেষ দিকে জবাবে ব্যাট হাতে নেমে শুরুটা একেবারেই বাজে হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১৩ রানেই হারিয়ে ফেলে তারা দুই ওপেনারকে। দিন শেষে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩৬ রান।

উইকেটে আছেন থিউনিস ডি ব্রুইন (ব্যাটিং) ২০ রান নিয়ে। ২ রান নিয়ে তাকে সঙ্গে দিচ্ছেন আনরিচ নর্টজে (ব্যাটিং)। দুটি উইকেট নিয়েছেন উমেশ যাদব।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৬০১/৫ ডি., ১৫৬.৩ ওভার (কোহলি ২৫৪, আগারওয়াল ১০৮, জাদেজা ৯১, রাহানে ৫৯ ও পূজারা ৫৮; রাবাদা ৩/৯৩)।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৬/২ ব্যাটিং, ১৫ ওভার (ডি ব্রুইন ২০ ব্যাটিং, এলগার ৬; যাদব ২/১৬)।

এ সম্পর্কিত আরও খবর