মাশরাফির বাবা গোলাম মর্তুজা অসুস্থ

ক্রিকেট, খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল | 2023-09-01 22:52:19

নড়াইল-২ আসনের সংসদ সদস‌্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন মার্সেল পেইনে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু মাশরাফির বাবার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। তবুও শারীরিক পরীক্ষার জন্য তাকে যশোর সিএমএইচ-এ পাঠানো হয়ছে।’

হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাশরাফির বাবা গোলাম মর্তুজা

 

এদিকে, মাশরাফি বিন মর্তুজা ঢাকা থেকে বাবা গোলাম মর্তুজার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

এ সম্পর্কিত আরও খবর