কলকাতায় পা দিয়েই ভক্তদের ধন্যবাদ জামাল ভূঁইয়ার

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 23:04:49

২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার। এশিয়ার সেরা ফুটবল দলের একটি তারা। সেই দলটির সঙ্গেই কীনা চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অতিথিদের কাছে মাত্র ০-২ গোলে হেরেছে দল। এই তৃপ্তির রেশ ধরেই দল এখন ভারতের কলকাতায়।

১৫ অক্টোবর প্রতিবেশী দেশটির সঙ্গে লড়াই। ভারতের বিপক্ষে জয় নিয়েই ফিরতে চান জামাল ভূঁইয়া। তার আগে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক কাতার ম্যাচ নিয়েই মেতে আছেন। ঘরের মাঠে দর্শকদের সমর্থনে দারুণ খুশি তিনি। এ কারণে সবাইকে ধন্যবাদও জানালেন।

কাতারের বিপক্ষে ম্যাচসেরা জামাল ভূঁইয়া শনিবার তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করলেন। যেখানে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি জামাল ভূঁইয়া বলছি- আমরা ভারতের কলকাতায় এসে পৌঁছেছি। এই মাসের ১৫ তারিখ ভারতের বিপক্ষে আমাদের খেলা আছে।’

একইসঙ্গে কাতারের বিপক্ষে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানালেন দর্শকদের। জামাল বলেন, ‘এই ভিডিও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য নয়। এটা মূলত সকল ভক্ত-সমর্থকদের ধন্যবাদ দেয়ার জন্য। কাতারের বিপক্ষে ম্যাচে আপনারা সবাই মাঠে এসে সমর্থন দিয়েছেন। পুরো ম্যাচেই আপনাদের উপস্থিতি ছিল অসাধারণ। আমি নিজে অনেক উপভোগ করেছি। আমাদের দলের অন্যান্য খেলোয়াড়রাও মুগ্ধ।’

বাংলাদেশ অধিনায়ক মনে করছেন সামনের দিনেও ভক্তদের এমন সমর্থন পাবেন। বলছিলেন, ‘ভারতে খেলা দেখতে আসতে পারছেন না, তারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা তিন পয়েন্ট নিয়েই বাংলাদেশে ফিরব।’

ভক্তরা এমন প্রত্যয়ী অধিনায়ককেও ধন্যবাদ জানাচ্ছেন। ফেসবুকে লাইক, কমেন্টসে চলছে জামাল ভূঁইয়াদের বন্দনা!

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে 'ই' গ্রুপে মঙ্গলবার ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

এ সম্পর্কিত আরও খবর