রামোসের রেকর্ডের রাতে হোঁচট স্পেনের

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 00:47:13

সামনে ছিল সহজ সমীকরণ- জিতলেই নিশ্চিত ইউরো ২০২০ এর মূল পর্বের টিকিট। এমন ম্যাচে সার্জিও রামোস রেকর্ড গড়লেও শেষ রক্ষা হয়নি। হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

অথচ খেলার ৯০ মিনিট পর্যন্ত নরওয়ের বিপক্ষে এগিয়ে ছিল অতিথিরা। কিন্তু ইনজুরি সময়ের গোলে পাল্টে যায় দৃশ্যপট। শনিবার ইউরো বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।

স্পেনকে এগিয়ে দিয়েছিলেন সাউল নিগেস। এরপর স্পট কিকে সমতা ফেরান জশুয়া কিং।

এই ম্যাচ দিয়েই ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলেন রামোস। তিনিই এখন স্পেনের হয়ে সবচেয়ে বেশ ম্যাচ খেলা ফুটবলার। জাতীয় দলের জার্সিতে ১৬৮তম ম্যাচটি খেলে রেকর্ড গড়েন অধিনায়ক। তার ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়া হলো না!

তবে ভাল ফুটবল খেলেছে তারাই। তারপরও গোলের দেখা মেলেনি। ৪৭তম মিনিটে গোল পায় ইতালি। এরপর মনে হচ্ছিল এই ব্যবধান নিয়েই মূল পর্বে জায়গা করে নেবে দল। কিন্তু ইনজুরি সময়ে কিংয়ের গোলে অপেক্ষা বাড়ল ফেভারিটদের।

টানা ৬ জয়ের পর পয়েন্ট হারাল স্পেন। এ অবস্থায় ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রুপের শীর্ষে তারাই। তাদের পরই আছে সুইডেন। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের।  মাল্টাকে ৪-০ গোলে হারিয়ে সুইডিশরা রয়েছে দ্বিতীয় স্থানে। ১৩ পয়েন্ট নিয়ে এরপরই রোমানিয়া ১৩।

এ সম্পর্কিত আরও খবর