নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ফিরবেন মেসি!

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 12:38:24

নভেম্বরে ঢাকায় খেলতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রতিপক্ষ প্যারাগুয়ে। যদিও এই ম্যাচটি নিয়ে এখনো শতভাগ নিশ্চয়তা মেলেনি। যদি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে আসে তবে সুখবর থাকছে! কারণ এই ম্যাচের আগেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে লিওনেল মেসির। তাই জাতীয় দলের হয়ে এই মহাতারকার খেলতে কোনো সমস্যাই থাকছে না।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটিতে মেসি খেলবেন কীনা তা সময়ই বলে দেবে। তবে এখনই সুখবরের ইঙ্গিত মিলছে।

রোববার রাত আটটায় ইকুয়েডরের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে গণমাধ্যমে সুখবর দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন কোচ জানালেন, ‘নিষেধাজ্ঞার কারণে মেসি দলে নেই। আবার সার্জিও আগুয়েরো নেই, কারণ ও দীর্ঘদিন ধরে চোটে ভুগছে। আশা করছি দু'জনই পরের মাসে ফিরবে।’

বেফাঁস মন্তব্য করেই ফেঁসেছেন মেসি। গত জুন-জুলাইয়ে কোপা আমেরিকা চলাকালীন দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন তিনি।

সেই নিষেধাজ্ঞা এবার শেষ হচ্ছে। ১৮ নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ঢাকায় লড়বে আর্জেন্টিনা। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এনিয়ে এখনো চূড়ান্ত কিছুই জানায়নি।

এ সম্পর্কিত আরও খবর