বিশ্বকাপ বাছাই ম্যাচে বাংলাদেশকে নিয়ে ভারতের সতর্ক ছক

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 21:39:41

বেশ কয়েকটি নাম দুই শিবিরে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। মঙ্গলবার, ১৫ অক্টোবরের ম্যাচে ভারতকে নিয়ে বাংলাদেশ দলের ম্যাচ পূর্ব আলোচনার লম্বা অংশ জুড়ে থাকলেন সুনীল ছেত্রী। ভারতের এই স্ট্রাইকার দুর্দান্ত প্লেমেকার, ম্যাচ উইনার। সল্টলেকের এই ম্যাচের আগে বাংলাদেশের শক্তিমত্তা নিয়েও কাঁটাছেড়া চললো ভারতের টিম ম্যানেজমেন্টের বৈঠকে। সেখানে বাংলাদেশ দলের দুটো নামের পাশে লালকালিতে গোল দাগ পড়লো; স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ও মিডফিল্ডার সোহেল রানা। বাংলাদেশের এই দুজনকেই সেরা একাদশের মধ্যে সবচেয়ে বেশি বিপদজনক মানছে ভারত।
 
কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা বেশ ভালভাবেই পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে ভারত। বৃষ্টিস্নাত মাঠের সেই ম্যাচে কাতার ২-০ গোলে জিতলেও বাংলাদেশের লড়াকু ফুটবল সবার নজর কেড়েছে। ভারতের বিপক্ষেও ৯০ মিনিট বাংলাদেশ তেমন লড়াকু কিছু করে দেখাতে পারে বলে ভারতের টিম ম্যানেজমেন্ট আগাম সতর্ক। কলকাতায় নিজেদের চেনা মাঠে খেলা বলে ভারত হয়তো কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে। তবে ভারতের এই হোম ভেন্যূর সুবিধা নিয়ে বাংলাদেশের গোলকিপিং কোচ ববি মিমসের উল্টো চিন্তা-‘ দেখুন র‌্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে। নিজ মাঠে এই ম্যাচে তাদের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। আর যেখানেই প্রত্যাশা বেশি, অবধারিতভাবে সেখানে চাপও বেশি থাকবে। ভারত যদি ১৫ অক্টোবরের ম্যাচ হেরে যায়, তবে এটা হবে বড় আপসেট। আর তাই হারের এই সমূহ আশঙ্কাটাই তাদের মঙ্গলবারের ম্যাচে প্রচুর চাপের মধ্যে রাখবে।’

১০ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশের গোলকিপিং কোচ বলছিলেন-‘কাতারের বিপক্ষে ম্যাচে আমরা যে সাহস নিয়ে লড়েছি, সেটাই আমাদের সামনের সময়টায় আরো ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাচ্ছে। সেই ম্যাচে আমরা গোলের তো বটেই জেতার সুযোগও তৈরি করেছিলাম। সন্দেহ নেই, আমরা ভারতের বিপক্ষে ম্যাচেও ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারবো। সার্বিক পরিস্থিতি জানাচ্ছে সল্টলেকের ম্যাচে বাংলাদেশ নয়, ভারতই বরং বেশি চাপে থাকবে।’

বাংলাদেশের এই জাতীয় দলটা সাম্প্রতিক সময় বেশ ভাল এবং গোছানো ফুটবল খেলছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৭ অবস্থানে বাংলাদেশ। তবে সেই র‌্যাঙ্কিং দিয়ে নয়, সাম্প্রতিক সময়ে খেলার মাঠে পাওয়া ফুটবলীয় স্পিরিট নিয়েই ভারতকে মোকাবেলা করতে চায় বাংলাদেশ।
 
ভুটানের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভুটান ম্যাচের সেই পারফরমেন্স এবং কাতারের বিপক্ষে খেলা লড়াকু মনোভাবের স্ফুরণ বাংলাদেশ যদি মঙ্গলবার সল্টলেকে দেখাতে পারে, তবে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে নতুন গল্প লিখবে বাংলাদেশ।

ভারতীয় একাদশের ডেঞ্জারম্যান কে?
 
উত্তর দিতে খুব বেশি নাম খুঁজলেন না বাংলাদেশ গোলকিপিং কোচ ববি মিমস-‘অবশ্যই সুনীল ছেত্রী। দারুণ সুযোগসন্ধানী খেলোয়াড়। ভারতীয় দলের তালিসমান। আমরা তাকে নজরে রাখবো। তবে মাঠে ভারতের আরও ১০ জন খেলোয়াড় কিন্তু থাকবে। এই ম্যাচে আমাদের ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি-সবদিকেই ভালভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর