অজি মেয়েরা পাবে পুরুষদের সমান প্রাইজমানি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 16:10:37

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়েছে আইসিসি। পুরস্কারের অর্থ বেড়েছে ৩২০ শতাংশ। কিন্তু তা পুরুষদের চেয়ে অনেক কম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির মধ্যে ভেদাভেদ রাখছে না। নিজেদের মেয়ে ক্রিকেটারদের পুরুষদের সমান প্রাইজমানি দিবে দেশটির ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে প্রাইজমানি পাবে অজি মেয়েরা। তার সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া বাড়তি ডলার যোগ করবে যাতে নারী ও পুরুষদের প্রাইজমানিতে সমতা আসে। সে হিসেবে চ্যাম্পিয়ন প্রাইজমানির সঙ্গে বোর্ড আরো ছয় লাখ ডলার দিতে প্রস্তুত।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে দেশের ক্রিকেটে নারী-পুরুষের আর্থিক ব্যাপারে সমতা আনার প্রতিশ্রুতি দুই বছর আগেই দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার সেই প্রতিশ্রুতি পালন করতেই এ উদ্যোগ নিয়েছে অজি ক্রিকেট বোর্ড।

মেয়েদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘরোয়া আসরে হট ফেভারিট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অজিরা। আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে আসরটি।

টুর্নামেন্টের বিজয়ীরা পাবে এক মিলিয়ন ডলার। রান-আপ দল পাবে পাঁচ লাখ ডলার।

২০২১ নারী বিশ্বকাপের প্রাইজমানিও বাড়িয়েছে আইসিসি। দুই মিলিয়ন থেকে তা বেড়ে সাড়ে তিন মিলিয়নে দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর