সাফে রানার্স-আপ বাংলাদেশের মেয়েরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-19 09:05:49

২০১৮ সালের গত আসরেও ভারতের কাছে হার মেনেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও তার ব্যত্যয় ঘটল না। মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে ২০১৭ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নির্ধারিত সময়ে কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।

মঙ্গলবার, ১৫ অক্টোবর টুর্নামেন্টের তৃতীয় আসরের টাইব্রেকারের শুরুতেই কোচ গোলাম রব্বানী ছোটনের দল হোঁচট খায় শামসুন্নাহারের ব্যর্থতায়। তবে ভারতীয় মেয়েরা পাঁচটি সুযোগই কাজে লাগায়।

এনিয়ে টুর্নামেন্টে রেকর্ড টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ভারত।

স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় দেশের মেয়েরা। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ভারতের সমান ৭ পয়েন্ট নিয়ে লিগ পর্বে রানার্স-আপ হয়ে টানা তৃতীয়বারের মতো আসরের ফাইনালে পা রাখে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর