ইতালির গোল উৎসবের রাতে মূল পর্বে স্পেন

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 07:15:49

ইউরো ২০২০  এর চূড়ান্ত পর্বে খেলা নিয়ে শঙ্কায় ছিল স্পেন। বিশেষ করে নরওয়ের কাছে হোঁচট ভাবিয়ে তুলেছিল ভক্তদের। কিন্তু সেই ধাক্কা সামলে উঠে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্পেন। সুইডেনের বিপক্ষে ড্রতেই হাসিমুখ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবার রাতে গোল উৎসবে মেতেছে আরেক জায়ান্ট ইতালি। তারা হারিয়েছে তলানিতে থাকা লিখটেনস্টাইনকে।

স্প্যানিশদের সামনে ম্যাচ শুরুর আগেই ছিল সহজ সমীকরণ-এক পয়েন্ট পেলেই মিলবে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট। এই সুযোগটা হাতছাড়া করেনি তারা। স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

যদিও মার্কাসের গোলে লিড নিয়েছিল সুইডেন। এরপর শেষ দিকে রদ্রিগোর গোলে এক পয়েন্ট তুলে নেয় স্পেন। ড্র ম্যাচের পুরোটা সময় জুড়েই দাপট ছিল স্পেনের। তবে নিশানা খুঁজে নিতে পারেনি সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।



এমনকী ৫০তম মিনিটে উল্টো গোল হজম করে স্প্যানিশরা। ব্যবধান গড়ে দেন মার্কাস। এরপর ইনজুরি সময়ে এসে রদ্রিগোর গোলে রক্ষা। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে উঠল স্পেন। ১৫ পয়েন্ট নিয়ে এরপরই সুইডেন। রোমানিয়া ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।

এদিকে লিখটেনস্টাইনের মাঠে একই রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলের জয় পেয়েছে আগেই মূল পর্ব নিশ্চিত করা ইতালি। ম্যাচে দুই গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি। একটি করে গোল ফেদেরিকো বের্নারদেস্কি, আলেস্সিও রোমানিওলি ও স্তিফান এল শারাউইয়ের।



৮ ম্যাচের প্রতিটিতেই জিতে ২৪ পয়েন্ট ইতালির। আর্মেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে এরপরই ১৫ পয়েন্ট নিয়ে আছে ফিনল্যান্ড। ১০ পয়েন্ট আর্মেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার।

ইউরো বাছাইয়ের ‘ডি’ গ্রুপে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। এই গ্রুপের শীর্ষ দল আয়ারল্যান্ডের পয়েন্ট ১২। সমান পয়েন্ট নিয়েও হেড টু হেড লড়াইয়ে পিছিয়ে ডেনমার্ক।

এ সম্পর্কিত আরও খবর