এশিয়া কাপে ইমার্জিং দলের নেতৃত্বে শায়লা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 22:20:05

নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এবার এসিসি নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের লড়াই। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলা ক্রিকেটারদের সংখ্যাই বেশি।

এসিসি নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের ১৫ সদস্যের বাংলাদেশ দলে নতুন মুখ তিনজন।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাবিয়া হায়দার, রাবেয়া ও ইশমা তানজিম। এই দলে রাখা হয়নি চার অভিজ্ঞ ক্রিকেটার সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক ও শারমিন সুলতানাকে।

বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন অলরাউন্ডার শায়লা শারমিন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বসবে এবারের এসিসি নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ।

প্রতিযোগিতা চলবে আগামী ২২ থেকে ২৭ অক্টোবর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। পরের দিনই প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল ২৭ অক্টোবর।

বাংলাদেশ নারী ইমার্জিং দল:

শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুর্শিদা খাতুন, শোভানা মুশতারী, ফাহিমা খাতুন, ইশমা তানজিম, রাবিয়া হায়দার, নাহিদা আক্তার, রিতু মণি, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম ও সুমাইয়া আক্তার।
স্ট্যান্ডবাই: লাবনী আক্তার, জিন্নাত আসিয়া, তাজিয়া আক্তার।

এ সম্পর্কিত আরও খবর