ঢাকার নতুন কোচ সেলিম, রংপুরের জাফরুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:30:58

অনেক দিন ধরেই বিশ্বমানের একজন লেগ-স্পিনার খুঁজে ফিরছে বাংলাদেশ। এজন্য কত কিছুই না করে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ উদ্যোগ হিসেবে তারা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিটি দলে একজন লেগ-স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছে।

বিসিবির কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও জাতীয় লিগের দুই রাউন্ডে কোনো লেগ স্পিনারকে মাঠের লড়াইয়ে সুযোগ করে দেয়নি ঢাকা ও রংপুর বিভাগ। বংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলেই নেয়নি। আর ঢাকার কোচ জাহাঙ্গীর আলম লেগ-স্পিনার জুবায়ের হোসেনকে দলে নিলেও একাদশে রাখেননি।

ঢাকা ও রংপুর বিভাগের এ কাণ্ডে দুদলের কোচ জাহাঙ্গীর আলম ও মাসুদ পারভেজকে চাকরিচ্যুত করেছে ক্ষুব্ধ বিসিবি।

দুজনকে বাদ দিয়ে নতুন কোচও নিয়োগ দিয়েছে বোর্ড। ঢাকা বিভাগে জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ সেলিম। আর রংপুরে পারভেজের উত্তরসূরি হয়েছেন জাফরুল এহসান। নিয়োগ পেয়েই দুজনে দলের দায়িত্ব বুঝে নিয়েছেন।

শুধু তাই নয়। বিক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দুই কোচের কাছে বোর্ডের আদেশ না মানার কারণ জানতে চেয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর