রাঁচি টেস্টে মাঠে থাকছেন ধোনিও!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 06:45:27

অনেক দিন ধরেই মাঠের লড়াইয়ে নেই মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন ভারতের সাবেক এ ক্রিকেট অধিনায়ক। তবে ১৯ অক্টোবর, শনিবার ধোনি অবশেষে মাঠে ফিরছেন! রাঁচিতে হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্ট দিয়ে!

কি হিসাব মিলছে না? ভাবছেন, ধোনি তো ছুটিতে রয়েছেন। ছুটি কাটিয়ে দলে ফিরলেন কবে? সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তাই না? ধোনি সত্যিই মাঠে ফিরছেন। ফের ভাবতে শুরু করেছেন কীভাবে সম্ভব, তাই না? আসলে বিশ্বের অন্যতম সেরা এ ফিনিশার মাঠে ফিরছেন ক্রিকেটার হিসেবে খেলার জন্য নয়, অতিথি হিসেবে ম্যাচ উপভোগ করতে। এবার তো হিসাব মিলল।

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট শনিবার শুরু হচ্ছে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেএসসিএ) স্টেডিয়ামে। তাই এ উপলক্ষ্যে ধোনিকে আমন্ত্রণ জানিয়েছে জেএসসিএ। তাতে সায় দিয়ে ম্যাচের প্রথম দিন মাঠে যাচ্ছেন এ তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। খবরটা নিশ্চিত করেছেন ধোনির বাল্যকালের কোচ কেশব ব্যানার্জি।

তবে জেএসসিএ নিশ্চিত করে বলতে পারছে না, ম্যাচের ঠিক কোন দিন ধোনি মাঠে যাবেন। এর আগে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের শেষ দিন এ মাঠে এসেছিলেন। এবারও তেমনটাই প্রত্যাশা করছে ঝাড়খণ্ড ক্রিকেট।

আসলে ধোনির খ্যাতি ও জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে জেএসসিএ। টেস্ট ম্যাচে সাধারণত দর্শক কম থাকে। সন্দেহ নেই আয়োজকদের প্রত্যাশা হবে। ধোনির উপস্থিতির দিন গ্যালারি উপচে পড়বে দর্শকে।

অন্য দিকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সেনাবাহিনী ও ঝাড়খণ্ড পুলিশ সদস্যদের সম্মান জানিয়ে ম্যাচের ৫ হাজারের অধিক ফ্রি টিকিট দিয়েছে জেএসসিএ।

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতোমধ্যে ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে ভারত।

এ সম্পর্কিত আরও খবর