বল হাতে দাপট আবু হায়দার রনির

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 07:29:00

ঘরোয়া ক্রিকেটে তার দাপট নতুন কিছু নয়। ফের বল হাতে সেই চেনা ছন্দে আবু হায়দার রনি। এবার তুলে নিয়ে ৫ উইকেট। তবে সিলেটকে অল্প রানে আটকে রাখা যায়নি। বরং লিড ঢাকা মেট্রোর বিপক্ষে লিড নিয়েছে তারা। জাকির হাসান, জাকের আলী, তৌফিক খান ও অলক কাপালীর ফিফটিতে দাপট সিলেটেরই।

জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে ১ম ইনিংসে ৮৪.৫ ওভারে ৩১৯ রান তুলে অলআউট অলক কাপালিরা। এরপর নেমে বিনা উইকেটে ৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে মেট্রো। এখনো তারা পিছিয়ে ৬৪ রানে।

শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১ উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। দিনটা ব্যাটিংয়ে মন্দ কাটেনি তাদের। তৌফিক খানকে নিয়ে শতরানের জুটি গড়েন জাকির। ৭৯ বলে ৬১ রান করা তৌফিককে সাজঘরে ফেরান আবু হায়দার রনি।

তারপর দ্রুত ফিরে যান জাকির। তার ব্যাটে ১১৫ বলে ৭১। তারপর অধিনায়ক কাপালী ও জাকের গড়েন ৯৯ রানের জুটি। ৫৪ রানে ফেরেন কাপালী। জাকেরের ব্যাটে ১২৭ বলে ৭১। শেষ দিকে বল হাতে ঝড় তুলেন রনি। এই পেসার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ইনিংসে ৫ উইকেট। ৫৫ রানে ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট শহিদুলের।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪৬/১০।

সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৫/১) ৮৪.৫ ওভারে ৩১৯ (তৌফিক ৬১, এনামুল জুনিয়র ৬, জাকির ৭১, কাপালী ৫৪, আফিফ ২৩, জাকের ৭১, রাহাতুল ১, আবু জায়েদ ০, রেজাউর ১৯*, ইমরান ০; আবু হায়দার ৫/৫৫, শহিদুল ৩/৪৮, আমিনুল ১/৭৯, আল আমিন জুনিয়র ১/২৩)।

ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৭ ওভারে ৯/০ (নাঈম ৮*, রাকিন ১*)।

*দ্বিতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর