ম্যাচ পাতাতে স্বর্ণের ঘড়ি ঘুষ পেয়েছিলেন ফার্গুসন!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 23:06:26

স্যার অ্যালেক্স ফার্গুসন নাকি ম্যাচ পাতিয়ে ছিলেন। এজন্য ৩০ হাজার পাউন্ড মূল্যের একটি গোল্ড রোলেক্স ঘড়ি উপহার নিয়ে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এ ফুটবল কোচ। আদালতের এক শুনানিতে এমন গুরুতর অভিযোগই তুলেছেন দুর্নীতিবাজ এক ফুটবল এজেন্ট।

ফুটবল এজেন্ট গিয়েসেপ প্যাগলিয়ারা দাবী করেন, জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ পাতিয়ে ছিলেন তিনি। এজনই ফার্গুসনকে উপহার দেন। এখানেই শেষ নয়, ফুটবলারদের দল বদলের সময় আর্থিক সুবিধা নিতেন ফার্গুসন। কোচদের এমন সুবিধা দিতে সুইস ব্যাংকে অনেক অ্যাকাউন্ট খুলে ছিলেন তিনি।

ড্যাক্স প্রাইস নামের আরেক এজেন্টের সঙ্গে মিলে প্যাগলিয়ারা বিনিয়োগকারীর ছদ্মবেশে থাকা সাংবাদিক ক্লেয়ার নিওয়েলের সঙ্গে সাবেক ইংলিশ কোচ স্টিভ ম্যাকলারেন, আর্সেনাল ফুটবলার নওয়ানকো কানু ও সাবেক টটেনহ্যাম হটস্পার কোচ হ্যারি রেডন্যাপের সঙ্গে দেখা করিয়ে দিয়ে ছিলেন।

ফুটবলের দুর্নীতির অভিযোগ নিয়ে লন্ডনের সাউওয়ার্থ ক্রাউন কোর্টে শুনানি চলছে এখন। সেখান থেকেই বেরিয়ে এসেছে এ খবর।

এ সম্পর্কিত আরও খবর