ছক্কায় হেটমারকে ছাড়িয়ে শতকে গাভাস্কারের পাশে রোহিত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 02:48:40

আগে ২৭ টেস্ট খেলে রোহিত শর্মা পেয়েছেন তিনটি সেঞ্চুরি। ৩০তম টেস্ট খেলতেই পেয়েছেন ষষ্ঠ শতকের দেখা। ব্যবধানটা শুধু ব্যাটিংয়ের পজিশনে। আগে খেলেছেন ব্যাটিং লাইন-আপের মাঝে। আর এখন খেলছেন ওপেনার হিসেবে। এতেই বদলে গেছে রোহিতের টেস্ট ব্যাটিংয়ের পরিসংখ্যান।

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি রোহিত (১১৭ ব্যাটিং) হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে। প্রোটিয়া বোলার ডেন পিয়েডটের বলে ছক্কা মেরে পৌঁছে যান তিনি তিন অঙ্কের জাদুকরী ফিগারে।

সুনীল গাভাস্কারের পর ভারতের দ্বিতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্ট সিরিজে তিন বা তার বেশি শতক হাঁকানোর রেকর্ডে নাম লিখেছেন রোহিত। ডান-হাতি এ হার্ড-হিটার শতকে পৌঁছান ১৩ চার আর চার ছক্কায়।

শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদেই পরে গিয়েছিল স্বাগতিক ভারত। তাই বেশ সতর্ক হয়েই ব্যাট চালিয়েছেন রোহিত। তবে প্রতিপক্ষের বোলারদের বাজে ডেলিভারি গুলোকে সীমানা পার করেছে দাপটের সঙ্গে।

১৭তম ছক্কা মেরে রোহিত ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমারের (১৫ ছক্কা) রেকর্ড। কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন ভারতীয় এ তারকা ওপেনারের দখলে।

টেস্ট ওপেনিং অভিষেকেই বিশাখাপত্তনমে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন রোহিত (১৭৬ ও ১২৭)। তবে দ্বিতীয় টেস্টে পুণেতে ঠিক সেভাবে নিজেকে ব্যাট হাতে মেলে ধরতে পারেননি।

রোহিতের পর সেঞ্চুরির অপেক্ষায় আছেন এখন আজিঙ্কা রাহানে। ৮৩ (ব্যাটিং) রান নিয়ে তিনি সঙ্গ দিচ্ছেন রোহিতকে (১১৭ ব্যাটিং)

রোহিত–রাহানের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে ভারত প্রথম ইনিংসে ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৪ রান। চা বিরতির পর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে আর শুরু করা যায়নি। ফলে শেষ হয়ে প্রথম দিনের খেলা।

এ সম্পর্কিত আরও খবর