সেঞ্চুরির চেয়ে দলের জয়টা সোহানের কাছে বেশি গুরুত্বপূর্ণ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 23:21:03

প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি তার আছে সাতটি। সেঞ্চুরির জন্য খুব একটা আক্ষেপ নেই তার। তবে মাত্র ৩ রানের জন্য চলতি মৌসুমে সেঞ্চুরির জন্য বঞ্চিত হলে মন তো কিছুটা খারাপ হতেই পারে। সত্যটা গোপন রাখার কোনো চেষ্টা করলেন না নূরুল হাসান সোহান- ‘সত্যি বলতে কি, যখন ড্রেসিংরুমে ফিরছিলাম কিছুটা তো খারাপ লাগছিল। তবে ম্যাচ জেতার জন্য যদি আমি ১০ রানও করতে পারি, সেটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’

গুরুত্বপূর্ণ সেই কাজটা সোহানের দল খুলনা বিভাগ ঠিকই সম্পন্ন করতে পেরেছে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে। তাও আবার হারিয়েছে কাদের?

রাজশাহীকে! যারা গেলবারের লিগের চ্যাম্পিয়ন দল। আর তাই এমন জয়ের তৃপ্তি একটু বেশিই সোহানের। সঙ্গীর অভাবে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিসের দুঃখ ভুলে যাচ্ছেন সোহান যখন দেখছেন স্কোরকার্ডে লেখা তার দল জিতেছে এই ম্যাচ ৭ উইকেটে। এবং ম্যাচ সেরাও সেই তিনিই!

রাজশাহীর বিপক্ষে অপরাজিত ৯৭ রানের সেই ইনিংসের রেশ টেনে তরুণ এই উইকেটকিপার কাম ব্যাটসম্যান জানালেন- “ ‘এ’ দলের হয়ে ভারত সফরেও আমি একটা ম্যাচে নব্বইয়ের ঘরে রান করেছিলাম। রানের মধ্যেই ছিলাম আমি, আল্লাহর রহমতে। আমি নিজের খেলার চেয়ে দলের প্রয়োজনীয়তা বেশি ভাবি। আমার করা ১০ বা ২০ রানেও যদি দল জেতে তবে তাতেই আমার তৃপ্তি। ওয়ানডে ম্যাচেও আমি সাত-আটে ব্যাটিং করছি। এমন সব সময়ে ব্যাট করতে নামলে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাটাই আসল ব্যাপার। এই ম্যাচেও সেই ফর্মটাই আমি দেখাতে পেরেছি। অনুশীলনে বেশ ভাল সময় কাটছে। রান পাচ্ছি, আত্মবিশ্বাসও বাড়ছে।’  

দেশের তরুণ উইকেটকিপার কাম ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেই মানা হয় নূরুল হাসান সোহানকে। বাংলাদেশের হয়ে তিন ফরমেটেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। তবে খুবই দ্রুতই নির্বাচকরা জাতীয় দলে তার ওপর থেকে নজরও সরিয়ে নিয়েছেন। তিনটি টেস্ট, দুটি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি দিয়ে কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের মান বিবেচনা করা যায় না। সোহানও সেটাই ভালই জানেন। একটু লম্বা সময় ধরে সুযোগ পেলে নিজেকে জাতীয় দলে থিতু করার বড় স্বপ্ন দেখলেন এই তরুণ।

তবে জাতীয় দলে কবে আবার সুযোগ আসবে- সেদিকে না তাকিয়ে নিজের খেলা আরো ধারাল করার দিকেই বেশি মনোযোগ সোহানের। বললেনও তাই- ‘আমার কাছে নিজের পারফরমেন্সের বিষয়টাই হলো সন্তুষ্টির বিষয়। দলের চাহিদার কারণে আমার ব্যাটিং অর্ডারটা সাধারণত একটু নিচের দিকে থাকে। তখন কম বলে দ্রুত রান তোলার একটা তাগিদ থাকে। তবে কখনো যদি উপরের দিকে ব্যাটিং করার সুযোগ মেলে তখন অবশ্যই ব্যাটিংয়ের পরিকল্পনায় বদল আনতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর