সঙ্গীর অভাবে সেঞ্চুরি পেলেন না শুভ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 13:24:01

ড্রয়ের পথেই ছিল লড়াই। নিষ্প্রাণ সেই ম্যাচে শতরানের পথে ছিলেন সোহরাওয়ার্দী শুভ। কিন্তু একটুর জন্য হলো না। সঙ্গীর অভাবে ৮ রানের আক্ষেপে মাঠ ছাড়লেন রংপুরের এই ক্রিকেটার। অবশ্য জাতীয় লিগের প্রথম স্তরে দ্বিতীয় রাউন্ডে রংপুর-ঢাকা ম্যাচে ছিল রান উৎসব। শেষ দিনেও দেখা মিলল না বোলারদের দাপট। যার পথ ধরে ড্র হয়েছে ম্যাচটি।

৫ উইকেটে ৩৩৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে রংপুর। নাঈম ইসলাম আগের দিনই পেয়ে ছিলেন শতরান। এদিন শুরুতেই আউট তিনি। তার ব্যাটে ১৩৫। বেশি দূর যেতে পারেননি আগের দিনের হাফসেঞ্চুরিয়ান তানবীর হায়দারও (৭৩)।

তারপর দারুণ লড়াই করেছেন সাজেদুল ইসলাম ও রবিউল হক। দু'জন নবম উইকেটে গড়েন ৯৬ রানের জুটি। কিন্তু শেষে সঙ্গী পেলেন না শুভ।৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

তারপর দ্বিতীয় ইনিংস ঢাকা ব্যাট করতে নামলেও খেলা বেশি দূর এগোয়নি। তিন ওভার খেলা হতেই ড্র মেনে নেন দুই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫৫৬/৮ ইনিংস ঘোষণা।

রংপুর বিভাগ ১ম ইনিংস: ১৮০.৫ ওভারে ৫০৮ (লিটন ১২২, হামিদুল ৯, মাহমুদুল ০, নাঈম ১৩৫, নাসির ১, আরিফুল ১৭, তানবীর ৭৩, শুভ ৯২*, সাজেদুল ১১, রবিউল ৩৪, সঞ্জিত ০; সুমন ২/৯২, শাকিল ৩/৮৫, নাজমুল অপু ৩/১৪৬, শুভাগত ১/১১৬)।

ঢাকা বিভাগ ২য় ইনিংস: ১০/০ (নাজমুল ৯*, মজিদ ১*)।

ফল: ম্যাচ ড্র

এ সম্পর্কিত আরও খবর