যে কোনো দেশেই জিততে জানে ভারত- বিরাট কোহলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 00:26:05

পুণে টেস্টের চিত্রনাট্য রাঁচিতেও পুনঃমঞ্চস্থ করল ভারত। রেকর্ডময় ম্যাচে ইনিংস ও ২০২ রানের বড় ব্যবধানে ধসিয়ে দিল সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। সুবাদে প্রোটিয়াদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠে টানা ১১ হোম সিরিজ জয়ের নতুন ইতিহাস লিখল বিরাট কোহলির দল।

তবে ব্যাপারটা এমন নয় যে, ভারত শুধু দেশের মাটিতেই জিততে জানে, হোম কন্ডিশনেই কেবল আধিপত্য বিস্তার করতে পারে। ক্রিকেট দুনিয়ার যে কোনো জায়গায় জেতার সামর্থ্য রয়েছে তাদের। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি দলের প্রশংসায় মেতে উঠে এমনটাই জানিয়েছেন।

প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জেতার পর সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের অভিজ্ঞতা না থাকলেও, আমাদের বিশ্বাস, আমরা বিশ্বের যে কোনো জায়গায় জিততে পারি।’

পুরো দল এখন এককই সূত্রে গাঁথা। ঐক্যতানে মুখর ভারতীয় ক্রিকেটারদের টিম স্পিরিট। দলের এ অর্জনে গর্বিত কোহলি, ‘সত্যি দলের জন্য আমি গর্বিত। যখনই আমরা দেশের বাইরে খেলেছি, আমরা প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা জিততে চেয়েছি। কঠিন কঠিন কাজ করেছি। এর সব কিছু শুরু হয়েছে মন থেকে। চমৎকার মানসিকতা নিয়ে খেলছে এখন দল। অসাধারণ একটা সিরিজ শেষ করলাম আমরা। বিশ্বের সেরা দল হতে গেলে বহু-মাত্রিক হওয়া প্রয়োজন।’

 

এ সম্পর্কিত আরও খবর