বাংলাদেশ সফরে আসবে না মেসির আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 16:04:01

খবর ছড়িয়ে পড়েছিল। ফের বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আন্তর্জাতিক ফুটবলের নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সঙ্গে আসতে পারেন লিওনেল মেসিও।

কিন্তু না, বাস্তবে তেমন কিছুই হচ্ছে না। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সময়সূচিতে নেই এ ম্যাচের কথা।

পুরনো সূচি অনুযায়ী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টাইনদের। কিন্তু নতুন সূচিতে দেখা যাচ্ছে ১৯ নভেম্বর আর্জেন্টিনা ইসরাইলে খেলবে উরুগুয়ের বিপক্ষে।

তবে বাফুফে এখনই হাল ছেড়ে দিতে নারাজ। আর্জেন্টিনা আসবে কি না তা নিশ্চিত করতে আরো কিছু দিন অপেক্ষা করতে চায় তারা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এমনটাই জানিয়েছেন। তিনি এখনো ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী।

আর্জেন্টিনাকে ঢাকায় আনার আশা ছেড়ে দিচ্ছেন না বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী সামনে রেখে এতো কম সময়ে মেসিদের আনা কঠিন। তাই মার্চের পর ম্যাচটি আয়োজন করতে চান তারা।

২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা খেলেছিল নাইজেরিয়ার সঙ্গে।

এ সম্পর্কিত আরও খবর