শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবির অনূর্ধ্ব ১৯ দল ঘোষণা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 10:52:15

শ্রীলঙ্কার বিপক্ষে যুব হোম টেস্ট সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ১৫ সদস্যের অনূর্ধ্ব ১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লঙ্কানদের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ খেলবে যুবারা। সঙ্গে থাকবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচ শুরু শনিবার, ২৬ অক্টোবর থেকে। চার দিনের দ্বিতীয় ম্যাচ খুলনার মাঠে গড়াবে ২ নভেম্বর থেকে।

একদিনের ম্যাচ পাঁচটি হবে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ নভেম্বর। প্রথম দু ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। পরের ম্যাচ তিনটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

অনূর্ধ্ব ১৯ দল: অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন, আলভি হক, প্রীতম কুমার, শাহাদাৎ হোসেন, মোহাম্মদ প্রান্তিক নাওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, এসএম মেহরাব হাসান, মিনহাজুর রহমান, নাইমুর রহমান নয়ন, সাইদুল ইসলাম প্রামাণিক, আশরাফুল ইসলাম সিয়াম, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ শাহীন আলম ও নোমান চৌধুরী।

স্ট্যান্ড-বাই: অনিক সরকার, মেহেদী হাসান, আশিকুর রহমান নাবিল, আব্দুল্লাহ আল মামুন ও আইচ মোল্লা।

এ সম্পর্কিত আরও খবর