পাকিস্তান সফরে কোচ ডমিঙ্গো-ল্যাঙ্গেভেল্টদের অনীহা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 03:13:31

জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানদের। সফরসূচিতে রয়েছে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। টাইগাররা পাকিস্তানে যাবে কী না তা এখনো নিশ্চিত নয়। কিন্তু তার আগেই জাতীয় দলের কোচরা বেঁকে বসেছেন। কিছুতেই তারা পাকিস্তানে যেতে রাজি নন।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো (দক্ষিণ আফ্রিকা), ফাস্ট বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট (দক্ষিণ আফ্রিকা), ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি (দক্ষিণ আফ্রিকা) ও স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) পাকিস্তান সফরে যেতে অনিচ্ছুক। এবং সেটা নিরাপত্তার কারণেই। ভারতীয় ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন তো পাকিস্তানে যাওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারেন না।

তবে সাকিব-তামিমদের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন পাকিস্তান যেতে ইচ্ছুক।

দিন কয়েক আগে ছেলেদের অনূর্ধ্ব ১৬ দলের পর পাকিস্তান সফরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে নারী দলের ভারতীয় কোচরা পাকিস্তানে যাননি। তাদের শূন্য জায়গা পূরণ করতে গেছেন স্থানীয় কোচরা।

 

এ সম্পর্কিত আরও খবর