টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল পাপুয়া নিউগিনি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 07:49:59

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিয়েছে পাপুয়া নিউগিনি। এবং সেটা প্রথমবারের মতো। বাছাই পর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের আগামী আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি।

পাপুয়া নিউগিনির সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আয়ারল্যান্ডও।

রোববার, ২৭ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেনিয়ার (৭৩) বিপক্ষে ম্যাচে ১৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল পাপুয়া নিউগিনি (১১৮)। কিন্তু ৪৫ রানে জিতেও অপেক্ষায় থাকতে হয় তাদের। পাপুয়া নিউগিনিদের তাকিয়ে থাকতে হয় একই গ্রুপের স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের দিকে।

স্কটিশদের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে পৌঁছতে ডাচরা খেলে ১৭ ওভার। তবে ১২.৩ ওভারে লক্ষ্যে পৌঁছলে বিশ্বকাপের টিকিট পেল ডাচরাই। তাই ডাচদের সমান দশ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় কপাল খুলে যায় পাপুয়া নিউগিনির।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জার্সির কাছে ১৪ রানে হেরেছে ওমান। তাই বিশ্বকাপের টিকিট পেতে ওমানকে অপেক্ষায় থাকতে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর