সবার আগে ফাইনালে আবাহনী

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 20:51:58

উত্তেজনা ছড়ানো এক লড়াই। যেখানে দুবার পিছিয়ে পড়েও বাজিমাত চট্টগ্রাম আবাহনীর। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে হারাল বাংলাদেশের দলটি। এই জয়ে সবার আগে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে পা রাখল আবাহনী।

সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ভারতের দলটিকে ৩-২ গোলে হারিয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।

খেলার শুরু থেকেই দারুণ দাপট ছিল চট্টগ্রাম আবাহনীর। কিন্তু ২৯তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মার্কোস জোসেফের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন হেনরি কিসেকা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় চট্টগ্রাম আবাহনী। দিদিয়েরের গোলে ১-১ সমতা।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৮০তম মিনিটে ফের এগিয়ে যায় গোকুলাম। গোলদাতা নেহাল। একেবারে শেষ দিকে আইভরি কোস্টের ফুটবলার দিদিয়েরের ফের ত্রাণকর্তা। তার গোলে ম্যাচে ফিরে আবাহনী।



নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এরমধ্যে ১০৫তম মিনিটে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। রাব্বীর ক্রসে বল পেয়ে নিশানা খুঁজে নেন দলের নাইজেরিয়ান ফুটবলার ম্যাথিউ। তারপর এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিকরা। তবে শেষের আগে ইকবল জনকে ঢুশ মেরে লাল কার্ড দেখতে হয় গোকুলামের ফরোয়ার্ড কিসেকাকে!

টুর্নামেন্টের আরেক সেমি-ফাইনালে মঙ্গলবার মালয়েশিয়ার তেরেঙ্গানুর প্রতিপক্ষ ভারতের মোহনবাগান।

এ সম্পর্কিত আরও খবর