ওয়ার্নার-স্মিথের ব্যাটে সিরিজ অস্ট্রেলিয়ার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:59:10

শ্রীলঙ্কার সংগ্রহ ১১৭। বিপরীতে শুধু ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সংগ্রহ দাঁড়ায় ১১৭। এ যেন অসম লড়াই।

ফল যা হওয়ার তাই হলো।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানের জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৯ উইকেটে ধরাশায়ী করেছে স্বাগতিকরা। ৪২ বল হাতে রেখে দুরন্ত এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল অ্যারোন ফিঞ্চের দল।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো করতে পারেনি লঙ্কানরা। চলতে থাকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। ব্যাটিং বিপর্যয় সামলে উঠতে না পেরে ৯৫ রানেই হারিয়ে ফেলে তারা ৮ উইকেট। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে লাসিথ মালিঙ্গাদের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন কুশল পেরেরা। আর ২১ রান যোগ করেন দাসুস্কা গুনাথিকালা।

অজিদের হয়ে দুটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা, বিলি স্ট্যানলেক, অ্যাশটন আগার ও প্যাট কামিন্স।

জবাবে রান তাড়া করতে নেমে দলীয় এক রানে অধিনায়ক ও ওপেনার অ্যারোন ফিঞ্চকে হারিয়ে ধাক্কা খেয়ে বসে অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে বিপদ সামলে ১১৭ রানের হার না মানা জুটি গড়ে স্বাগতিকদের (১১৮) জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাচ সেরা ডেভিড ওয়ার্নার (৯ চারে ৬০) ও স্টিভেন স্মিথ (৬ চারে ৫৩)।

লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটি নেন ক্যাপ্টেন লাসিথ মালিঙ্গা।

 

 

এ সম্পর্কিত আরও খবর