সার্বিয়াকে হারিয়ে 'অবহেলা'র জবাব দিতে চায় সুইজারল্যান্ড

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 10:20:47

শক্তির বিচার নিশ্চিত করেই শুক্রবার এগিয়ে থেকেই সার্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। কিন্তু বিশ্বকাপের বড় মঞ্চে ফেভারিট বলে আসলে কিছু নেই। তাইতো টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে নিতে প্রস্তুত সার্বিয়ানরা। রাশিয়া বিশ্বকাপ ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২টায় কালিনিনগ্রাদ স্টেডিয়ামে লড়বে সুইজারল্যান্ড আর সার্বিয়া।

আন্তর্জাতিক ফুটবলে দুই দেশের এবারই প্রথম দেখা হচ্ছে। ঠিক এমনই এক দৃশ্যপটে টানা দুই জয়ে নকআউট পর্বে খেলার স্বপ্নে বিভোর সার্বিয়া।  রাশিয়ার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলটি কোস্টারিকাকে হারিয়েছে ১-০ গোলে। আবার খুব একটা পিছিয়ে নেই সুইজারল্যান্ড। ব্রাজিলের মতো ফেভারিটদের সঙ্গে ১১- গোলে ড্র তো জয়ের মতোই তৃপ্তি! এ অবস্থায় সার্বিয়াকে হারাতে পারলে উজ্জবল হবে তাদেরও দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা। টানা ৬ ম্যাচে অপরাজিত সুইস কোচ ভ্লাদিমির পেটকোভিচ জানাচ্ছিলেন, ‘আমরা খুব ভালো খেললেও সবার কাছ থেকে স্বীকৃতি পাই না। আশা করছি এই বিশ্বকাপেই সেই অবহেলার জবাবটা দিতে পারবো। আমাদের চোখ শুধুই জয়ে।’

উল্টো দিকে সার্বিয়ার কোচ ম্লাদেন ক্রাসটাজিকও কথার যুদ্ধে কম যাচ্ছেন না। বলছিলেন, ‘সুইজারল্যান্ডের প্রতি সম্মান রেখে বলছি আমরা ওদের খেলার কৌশলটা জানি। ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচের সবকিছু বিশ্লেষণ করে দেখেছি। সময় মতো সব প্রয়োগ করবো।’ একইভাবে প্রথম ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করা আলেক্সান্ডার কোলারভ জানাচ্ছিলেন, ‘আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো। ড্রয়ের পরিকল্পনা নিয়ে খেললে সফল হওয়া যায় না।’

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড এখন আছে ষষ্ঠ স্থানে। তাদের প্রতিপক্ষ সার্বিয়া ৩৪ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের দুরত্বটা ঠিক থাকলে সুইসদেরই শেষ হাসি হাসার কথা। তবে বিশ্বকাপের ৩২ দেশই প্রস্তুত হয়েই এসেছে এখানে একপেশে নয়, জমজমাট ম্যাচের প্রতীক্ষাতেই থাকেন দর্শকরা। সন্দেহ নেই সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচেও পাল্টে যাতে পারে হিসাবের ছক!

এ সম্পর্কিত আরও খবর