উচ্চ রক্তচাপে ব্রাজিল সমর্থক, দু:খ ভুলতে পরাজয় কামনা আর্জেন্টাইন সমর্থকেরও

, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 07:54:06

ঢাকা:  শুক্রবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কোস্টারিকা। বরাবরের মতো এ ম্যাচেও ফেবারিট ব্রাজিল। তবে ফেবারিট দলটির ফলাফল কেমন হবে? পরিণতি আর্জেন্টিনার মত হতে পারে- মনে কোনে এমন আশঙ্কায় উচ্চরক্ত চাপ জোরে জোরে ধাক্কা মারছে ব্রাজিল সমর্থকদের হৃদযন্ত্রে।

এদিকে ক্রোয়েশিয়ার কাছে সদ্য হারা আর্জেন্টিনার সমর্থকরা – কামনা করছে ব্রাজিলের পরাজয়! বিপরীত পক্ষের এমন চাওয়ায় দলটির সমর্থকদের চোখ কপালে উঠছে। পরাজয় শব্দটি শুনতে তাদের চরম আপত্তি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে চলছে জল্পনা-কল্পনা। 

ঘটনার সূত্রপাত গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের পরে। ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনা ৩-০ গোলে হেরে মাথা নিচু হয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি। আর্জেন্টিনার এ ভরাডুবি নিয়ে চলছে পক্ষে বিপক্ষে খোঁচাখুচি।

আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর থেকে ব্রাজিল সমর্থকরা নানান ভাবে টিপ্পনি কেটেই যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উল্লাস দেখে মনে হচ্ছে, ক্রোয়েশিয়া নয় আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল।

তবে থেমে নেই আর্জেন্টাইন সমর্থকরাও। স্মরণ করিয়ে দিচ্ছে চার বছর আগের নিজ দেশে জার্মানির বিপক্ষে ১-৭ গোলের লজ্জাজনক হারের কথা। সঙ্গে সদ্য ম্যাচ হারার দু:খ ভুলতে মুখিয়ে আছে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচটির দিকে। মনে প্রাণে কামনা করছে, ব্রাজিলের পরাজয়। তাতে যদি ক্ষতস্থানে একটু মলম লাগানো যায়।

অনেকেই আবার প্রস্তুতিও নিচ্ছেন , ব্রাজিলের সম্ভাব্য পরাজয় নিয়ে স্ট্যাটাস দিতে। ব্রাজিল কোস্টারিকার কাছে আর্জেন্টিনার পরিণতি বরণ করলে- কান্নায় ভেঙেপড়া বা বুকে জমাট বাধা দুঃখ উড়িয়ে দিয়ে  প্রাণখুলে হাসবেন আর্জেন্টাইন সমর্থকরা।

এখন দেখার বিষয় সন্ধ্যার উত্তেজনা পূর্ণ ম্যাচটিতে ব্রাজিল কোচ তিতে তার সমর্থকদের মুখ কিভাবে মিঠা করেন।

 

 

এ সম্পর্কিত আরও খবর