উইলিয়ামসনের বোলিং অ্যাকশন বৈধ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 11:49:23

বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে এখন আর কোনো সমস্যা নেই এ কিউই ক্যাপ্টেনের। শুক্রবার, ১ নভেম্বর খবরটা নিশ্চিত করেছে আইসিসি।

চলতি বছরের আগস্টে গলে হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের খড়গ চেপে বসে উইলিয়ামসনের কাঁধে।

এর প্রেক্ষিতে ১১ অক্টোবর লাফবোরোতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন নিউজিল্যান্ডের এ তারকা ক্রিকেটার। পরীক্ষার সময় তার কনুইয়ের বাঁক আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রিকে কখনো ছাড়িয়ে যায়নি।

২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষিদ্ধ হয়ে ছিলেন উইলিয়ামসন। পরে অ্যাকশনে পরিবর্তন আনলে ওই বছরের শেষ দিকে আইসিসির ছাড়পত্র পান তিনি।

পার্ট-টাইম অফস্পিনার উইলিয়ামসন এখন হিপ ইনজুরি কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছেন। তাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি।

 

 

 

এ সম্পর্কিত আরও খবর