মেহেদীর শতক রবিউলের পাঁচ উইকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 20:26:38

মিরপুরে পেস ঝড় তুলে ছিলেন রবিউল হক। সেই ঝড়ে একাই তুলে নেন পাঁচ উইকেট। তার বোলিং দাপটের মাঝে মেহেদী হাসান দলের ব্যাটিং বিপর্যয় সামলে হাঁকান দুরন্ত এক সেঞ্চুরি। তার শতকের ওপর ভর করেই খুলনা প্রথম ইনিংসে ২২৩ রানের সম্মানজনক একটা স্কোর গড়তে পেরেছে।

শেরে বাংলা স্টেডিয়ামে রোববার, ৩ নভেম্বর মেহেদীর (১৫০ বলে ১১৯ রান) ক্যারিয়ারের পঞ্চম ফার্স্ট ক্লাস সেঞ্চুরিতে ছিল ১৫ চার ও এক ছক্কা। ৩৬ রানে অপরাজিত থেকে যান রুবেল হোসেন।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে রংপুরের হয়ে ৫ উইকেট নেন রবিউল। দুটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম ও সাজেদুল ইসলাম।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঘূর্ণি জাদু দেখাচ্ছেন আব্দুর রাজ্জাক। তার বোলিং ম্যাজিকে দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬৭ রান সংগ্রহ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে রংপুর বিভাগ।

খুলনার হয়ে তিনটি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। দুই ইনিংস মিলে তার উইকেট এখন দশটি।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর বিভাগ প্রথম ইনিংস: ২২৪/১০, ৮১.১ ওভার (রিশাদ ৪২, নাসির ৪০, সোহরাওয়ার্দী ৩৪; রাজ্জাক ৭/৬৯, মেহেদি ২/৫৪)।

খুলনা বিভাগ প্রথম ইনিংস: ২২৩/১০, ৭১ ওভার (মেহেদী ১১৯, রুবেল ৩৬; রবিউল ৫/৪১, মুকিদুল ২/৭১ ও সাজেদুল ২/২৯)।

রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংস: ৬৭/৪, ২৬ ওভার (সোহরাওয়ার্দী ২৪, মারুফ ২৩; রাজ্জাক ৩/১২)।

*দ্বিতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর