চাকরি হারালেন কোভাচ, কে হচ্ছেন বায়ার্নের পরবর্তী কোচ?

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 02:50:48

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শুরু হয়ে ধীরে ধীরে জমে উঠছে পয়েন্ট টেবিল। নতুন মৌসুমে এখন পর্যন্ত লিগে ১০ ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচ খেলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আর এতেই চাকরি হারিয়ে ফেললেন দলটির কোচ নিকো কোভাচ।

যদিও বায়ার্নের শুরুটা একদমই ভালো হয়নি। শুরুর ১০ ম্যাচে জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ। হেরেছে দুটিতে আর ড্র করেছে তিন ম্যাচে। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের চার নম্বরে।

তবে কোচের চাকরি হারানোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সর্বশেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ ব্যবধানের হার। তাছাড়া কোভাচের অধীনে এ মৌসুমে বায়ার্নের ডিফেন্সের অবস্থা খুবই করুন মনে হয়েছে। ১০ ম্যাচের ৯ ম্যাচেই ক্লিনশিট রাখতে ব্যর্থ হয়েছে কোভাচের বায়ার্ন।

যদিও বায়ার্নের দলে রয়েছে ম্যানুয়েল নয়ারের মতো গোলকিপার এবং জেরোম বোয়েটেং নিক্লাস সুলে, ডেভিড আলাবা, জসুয়া কিমিখ ও বেঞ্জামিন পাভার্ডের মতো তারকা ডিফেন্ডাররা।

এদিকে কোভাচের অধীনে এবার চ্যাম্পিয়ন্স লীগের সবকটি ম্যাচেই জিতেছে বায়ার্ন। লীগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে সবার উপরে রয়েছে জার্মান জায়ান্টরা।

ক্রোয়েশিয়ান এ কোচের বিদায়ের পর কে হচ্ছেন বায়ার্নের কোচ এই নিয়েই এখন ফুটবল পাড়ায় চলছে আলোচনা। যদিও প্রাথমিকভাবে অ্যাসিস্ট্যান্ট কোচ হানসি ফ্লিক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোস ও শনিবার বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে বায়ার্নের ডাগ আউটে থাকবেন তিনি।

তবে কে হচ্ছেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ২৮ বার বুন্দেসলিগা জয়ী ক্লাবের পরবর্তী কোচ? সবার আগেই শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর নাম। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি হারানোর পর আপাতত বেকারই রয়েছেন পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এ কোচ। আন্তর্জাতিক মিডিয়ায় গুঞ্জন রয়েছে, তিনি নাকি জার্মান ভাষা শিখছেন।

এদিকে টটেনানহ্যামের কোচ মাউরিসিও পচেত্তিনোকেও দেখা যেতে পারে জার্মান জায়ান্টের ডাগ আউটে। কেননা টটেনানহ্যামের সাম্প্রতিক ফর্মের কারণে গুঞ্জন উঠেছে ক্লাব ছাড়তে পারেন তিনি।

এছাড়াও সাবেক জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির নামও শোনা যাচ্ছে জোরেশোরেই। জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার পর তিনি বর্তমানে বেকারই আছেন। আর্সেনালের সাবেক কোচ দ্যা প্রফেসর খ্যাত আর্সেন ওয়েঙ্গারকেও নাকি দেখা যেতে লেভান্ডস্কিদের কোচ হিসেবে।

এ সম্পর্কিত আরও খবর