রাজ্জাক জাদুতে জয়ের দ্বারে খুলনা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 04:01:10

আব্দুর রাজ্জাকের বোলিং জাদুতে জয়ের জন্য খুলনা বিভাগের প্রয়োজন মাত্র ৭৩ রান। হাতে রয়েছে ৫ উইকেটের সঙ্গে পুরো একটা দিন। জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে চতুর্থ ও শেষ দিন মঙ্গলবার, ১২ নভেম্বর প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যেতে চায় তারা।

জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে অধিনায়ক আব্দুর রাজ্জাকের দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান। এনামুল ৩৪ রানে ফিরলেও উইকেটে টিকে আছেন মেহেদী হাসান (৩০ ব্যাটিং) ও জিয়াউর রহমান (৩০ ব্যাটিং)

তবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জয়ের আশা ছাড়ছে না রংপুর বিভাগ। ৪ উইকেট নিয়ে দলকে সাহস যোগাচ্ছেন মূলত সোহরাওয়ার্দী শুভই।

তার আগে নাসির হোসেন (৭৬) ও আরিফুল হকের অর্ধ-শতকের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ২১১ রান তোলে রংপুর।

খুলনার হয়ে এবার পাঁচ উইকেট নেন আব্দুর রাজ্জাক। বাঁ-হাতি এ স্পিনার রংপুরের প্রথম ইনিংসে শিকার করে ছিলেন ৭ উইকেট। দুই ইনিংস মিলে এ ম্যাচে তার উইকেট এখন ১২টি। সবমিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার উইকেট ৬০৬টি। মেহেদী হাসান নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর বিভাগ প্রথম ইনিংস: ২২৪/১০, ৮১.১ ওভার (রিশাদ ৪২, নাসির ৪০, সোহরাওয়ার্দী ৩৪; রাজ্জাক ৭/৬৯, মেহেদি ২/৫৪)।

খুলনা বিভাগ প্রথম ইনিংস: ২২৩/১০, ৭১ ওভার (মেহেদী ১১৯, রুবেল ৩৬; রবিউল ৫/৪১, মুকিদুল ২/৭১ ও সাজেদুল ২/২৯)।

রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংস: ২১১/১০, ৭৬.৫ ওভার (নাসির ৭৬, আরিফুল ৫৮; রাজ্জাক ৫/৭১ ও মেহেদী ৩/৩০)।

খুলনা দ্বিতীয় ইনিংস: ১৩০/৫, ৩৮ ওভার (এনামুল ৩৪, মেহেদী ৩০ ব্যাটিং ও জিয়াউর ৩০ ব্যাটিং, সোহরাওয়ার্দী ৪/২৭)।

*তৃতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর