রোমাঞ্চমাখা রেকর্ড গড়ে জিতল খুলনা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 01:52:01

জয়ের জন্য খুলনা বিভাগের দরকার ছিল মাত্র ৭৩ রান। হাতে ছিল ৫ উইকেট। সঙ্গে শেষ দিন পুরোটা। তবে ম্যাচ সেরা মেহেদী হাসান (৫৬) ও জিয়াউর রহমানের (৫৩) জুটি ভেঙ্গে খুলনার জয়কে কঠিন করে দেন রংপুর বিভাগের সোহরাওয়ার্দী শুভ।

শেষ মেশ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে দশম উইকেট জুটিতে রেকর্ড গড়েই জিততে হয়েছে ক্যাপ্টেন আব্দুর রাজ্জাকের খুলনাকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঈনুল ইসলাম (১৬*) ও আব্দুল হালিমের (২*) জুটির ওপর ভর করে এক উইকেটে জিতেছে খুলনা। এই প্রথম বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এক উইকেটে জিতল কোনো দল। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (২০৩) পৌঁছে যায় তারা।

রংপুরের হয়ে সোহরাওয়ার্দী শুভ একাই শিকার করেন ৬ উইকেট। আর মাহমুদুল হাসান নেন দুটি।

তার আগে ৫ উইকেটে ১৩০ রান নিয়ে মঙ্গলবার, ৫ নভেম্বর চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে খুলনা। ব্যক্তিগত ৩০ রান করে নিয়ে মাঠে নামেন মেহেদী ও জিয়াউর। শেষ দিনে মেহেদী ব্যক্তিগত স্কোরে যোগ করেন ২৬ রান। আর জিয়াউর যোগ করেন ২৩।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর বিভাগ প্রথম ইনিংস: ২২৪/১০, ৮১.১ ওভার (রিশাদ ৪২, নাসির ৪০, সোহরাওয়ার্দী ৩৪; রাজ্জাক ৭/৬৯, মেহেদি ২/৫৪)।

খুলনা বিভাগ প্রথম ইনিংস: ২২৩/১০, ৭১ ওভার (মেহেদী ১১৯, রুবেল ৩৬; রবিউল ৫/৪১, মুকিদুল ২/৭১ ও সাজেদুল ২/২৯)।

রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংস: ২১১/১০, ৭৬.৫ ওভার (নাসির ৭৬, আরিফুল ৫৮; রাজ্জাক ৫/৭১ ও মেহেদী ৩/৩০)।

খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ২০৩): ২০৩/৯, ৬২.৪ ওভার (মেহেদী ৫৬, জিয়াউর ৫৩ ও এনামুল ৩৪; সোহরাওয়ার্দী ৬/৫৫ ও মাহমুদুল ২/১৩)।

ম্যাচ সেরা: মেহেদী হাসান।

ফল: খুলনা এক উইকেটে জয়ী।

 

এ সম্পর্কিত আরও খবর