লাল কার্ডের খড়গ থেকে বাঁচলেন হিউং-মিন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 17:19:48

সন হিউং-মিনের লাল কার্ড ‍তুলে নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। দক্ষিণ কোরিয়ান এ ফরওয়ার্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল তার ক্লাব টটেনহ্যাম হটস্পার। আর তাতেই তিন ম্যাচের নিষেধাজ্ঞা শাস্তিটা মওকুফ হয়েছে হিউং-মিনের।

রোববার গোডিসন পার্কে ১-১ গোলের ড্র ম্যাচে এভারটন মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে ফাউল করেন হিউং-মিন। এতেই গোমেজের গোড়ালি থেকে ডান পায়ের পাতা বেঁকে যায়। অসহ্য ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন এ পর্তুগিজ প্লেমেকার।

এই দৃশ্য দেখে হিউং-মিন কান্না জুড়ে দেন মাঠের মধ্যে। রেফারি শুরুতে তাকে হলুদ কার্ড দিয়ে ছিলেন। পরে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। এজন্যই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে ছিলেন হিউং-মিন।

বেঁকে যাওয়া পায়ের পা সঠিক স্থানে প্রতিস্থাপন করতে পরের দিনই অস্ত্রোপচার করা হয় গোমেজের পায়ে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর