আগ্রাসী ভারতকে আটকানোর কৌশল জানে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজকোট (ভারত) থেকে | 2023-08-20 15:35:03

ভারতীয় দল এখন কোণঠাসা সিংহ! টিকে থাকতে হলে ঘুরে দাঁড়াতেই হবে। না হলে বাঘের হাতে এবার নাজেহাল হলে সব শেষ! মানে টি-টোয়েন্টি সিরিজটাও হারবে রোহিত শর্মার দল। ঠিক এমন সমীকরণে দাঁড়িয়ে স্বাগতিকরা যে ঝড় তুলতে চাইবে, সেটা ভাল করেই জানেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের প্রস্তুতিটাও মন্দ নয়!

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অনুশীলন পর্বে টাইগারদের প্রাণের কোনো কমতি ছিল না। মনে হচ্ছিল গোটা দলটাই যেন সুখী এক পরিবার। শুরুতেই বল নিয়ে চলল কসরত। তারপর ব্যাটি-বোলিং অনুশীলন। সব শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন আত্মবিশ্বাস যেন ঠিকরে বেরোচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদের অবয়বে।

বাংলাদেশ অধিনায়ক জানেন, দিল্লিতে ৭ উইকেটে হারের প্রতিশোধটা ঠিকই নিতে চাইবে স্বাগতিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দারুণ একটা লড়াইয়ের মঞ্চও তৈরি।

মাহমুদউল্লাহ বলছিলেন, 'দেখুন, আমরা বুঝতে পারছি, তারা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে। ভারতীয় ক্রিকেটাররা মরিয়া হয়ে আছে। কারণ প্রথম ম্যাচটা ওরা হেরেছে। কিন্তু জানিয়ে রাখছি, আমরাও কিন্তু মরিয়া।'

তবে জয়টা যে সহজ হবে সেটা তো বলেই দেওয়া যায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সাফল্যকেও ছাড়িয়ে যেতে হবে এবার। সুদে-আসলে কাজে লাগাতে হবে সুযোগগুলো!

সৌরাষ্ট্র স্টেডিয়ামে অফিসিয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানাচ্ছিলেন, 'এখানে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। দেখুন, টি-টোয়েন্টিতে আমার মনে হয়- যদি আপনি উইকেট বুঝতে পারেন আর সেই অনুযায়ী বোলিংয়ের লেংথ ঠিক করতে পারেন, ফিল্ড প্লেসিং করতে পারেন তাহলে জেতার সুযোগটাও বেশি থাকবে আপনার।'

২০ ওভারের ক্রিকেটে প্রতি বলেই রঙ বদলায় ম্যাচের। একটা ভালো ডেলিভারিতেই পাল্টে যেতে পারে দৃশ্যপট। এই প্রসঙ্গটা অজানা থাকার কথা নয়, মাহমুদউল্লাহ রিয়াদের। জানাচ্ছিলেন, 'সত্যি বলতে কী টি-টোয়েন্টি ক্রিকেটে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে একটা চিন্তায় স্থির থাকলে হয়তো পরিস্থিতি বুঝতে সিদ্ধান্ত বদলাতে হয়।'

একইভাবে অনেকেই বলছেন ভারতে এই সফর দলের তরুণ ক্রিকেটারদের যোগ্যতার প্রমাণের মঞ্চ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ তেমনটা ভাবতে রাজি নন। স্পষ্ট জানিয়ে রাখলেন, 'দেখুন, এখানে ছোট-বড় কোনো বিষয় নয়। সবার জন্যই বড় সুযোগ। এমন কী আমার জন্যও। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলাটাই তো বড় সুযোগ।'

আর সেই সুযোগটাই বৃহস্পতিবার নিতে তৈরি এগার ক্রিকেটার। ভারতের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের এমন হাতছানি আবার কবে আসবে কে জানে!

এ সম্পর্কিত আরও খবর