টিভিতে বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টি লড়াই

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-15 15:20:43

দিল্লি জয় করে মাহমুদউল্লাহ রিয়াদরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। থাকবেই বা না কেন। বায়ুদূষণের বাধা উতড়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যে ১-০ ব্যবধানে এগিয়ে এখন টাইগাররা।

আজ বৃহস্পতিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় সিরিজের রাজত্ব কেড়ে নিতে রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশের ক্রিকেটাররা। নির্ভার লাল-সবুজের প্রতিনিধিদের চোখ যে আজ ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করার দিকে। মাহমুদউল্লাহ-মুশফিকরা কেবল ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ ট্রফি জেতার স্বপ্নে বিভোর।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে কাজটা মোটেই সহজ নয়। এ বাস্তবতা মানছে সাকিব-তামিম বিহীন বাংলাদেশও। কিন্তু তারপরও উঁকি দেওয়া সম্ভাবনাকে আলোর মুখ দেখাতে মারিয়া দেশের ক্রিকেটাররা।

রোহিত শর্মার বাহিনীও আজ ছেড়ে কথা বলবে না। কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। তাদের যে আজ বাঁচা-মরার লড়াই। সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টিম ইন্ডিয়ার সামনে।

কোনো কারণে স্বাগতিকরা আজ জয়ের হাসি হাসলেও সিরিজ জয়ের সম্ভাবনা থেকে যাবে টাইগারদের সামনে। সেক্ষেত্রে নাগপুরে সিরিজের শেষ ম্যাচটি জিততেই হবে তাদের।

সন্দেহ নেই বাংলাদেশ-ভারতের মধ্যকার ক্রিকেট ময়দানের এ লড়াই দেখার জন্য ক্রীড়া অনুরাগীদের তর সইছে না। আজ যেন টিভির পর্দা থেকে তাদের চোখ সরানোর কোনো উপায় নেই। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচটি সরাসরি উপভোগ করতে আজ যেন টিভি সেটের সামনে বসে থাকার পালা ক্রিকেট প্রেমীদের। 

ক্রিকেটের সঙ্গে থাকছে ফুটবল উন্মাদনাও। উয়েফা ইউরোপা লিগে মনচেনগ্লাডবাখ স্বাগত জানাবে রোমাকে। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দিতে যাচ্ছে পার্টিজানকে।

পোর্তো অতিথি হচ্ছে রেঞ্জার্সের মাঠে। গেতাফে যাবে বাসেল সফরে। আর সেভিয়ার প্রতিপক্ষ আজ দুদেল্যাঞ্জ।

ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য।

চলুন দেখে নিই বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল
উয়েফা ইউরোপা লিগ
আস্তানা-এজেড
সরাসরি রাত ৯টা ৫০ মিনিট
সনি ইএসপিএন

লাৎসিও-সেল্টিক
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি টেন টু

দুদেল্যাঞ্জ-সেভিয়া
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি লাইভ

বাসেল-গেতাফে
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি টেন ওয়ান

লিঞ্জ-পিএসভি
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি ইএসপিএন

রেঞ্জার্স-পোর্তো
সরাসরি রাত ২টা
সনি টেন টু

এসপানিওল-লুদোগোরেতস
সরাসরি রাত ২টা
সনি সিক্স

মনচেনগ্লাডবাখ-রোমা
সরাসরি রাত ২টা
সনি লাইভ

ম্যানইউ-পার্টিজান
সরাসরি রাত ২টা
সনি টেন থ্রি

আইএসএল
মুম্বাই-গোয়া
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া

 

এ সম্পর্কিত আরও খবর