সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন রোস্টন চেস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 17:20:10

প্রিয় দল ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তা আবার ২১ বল হাতে রেখে। দলের জয়ে খুশী কে না হয়? খুশী হয় সবাই।

আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের এ জয়ে আনন্দিত রোস্টন চেসও। তবে নিশ্চিত মনের মধ্যে একটা আক্ষেপ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এ তারকা উইন্ডিজ অলরাউন্ডারকে।

তা আক্ষেপটা কিসের? ৬ রানের আক্ষেপ। মানেটা বোঝা গেল না তাই না? লক্ষ্ণৌতে ১১ চারে ১১৫ বলে ৯৪ রানের দুর্বার ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয় উপহার দিয়ে রোস্টন চেস পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

কিন্তু ৬ রানের জন্য মিস করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। এই ৬ রানের আক্ষেপেই পুড়ছেন রোস্টন চেস। ক্যারিয়ারের ২০তম একদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর এমন সুবর্ণ সুযোগ মিস করে কারই বা ভালো লাগে।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে রহমত শাহ (৬১) ও ইকরাম আলিখিলের (৫৮) হাফ-সেঞ্চুরিতে ১৯৪ রানে গুটিয়ে যায় আফগানরা।

ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার, রোস্টন চেস ও রোমারিও শেফার্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে রোস্টন চেস (৯৪) ও ওপেনার শাই হোপের (৭৭*) ব্যাটিং দৃঢ়তায় ৪৬.৩ ওভারে ৩ উইকেটেই ১৯৭ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

আফগানদের হয়ে দুটি উইকেট নেন মুজিব উর রহমান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৯৪/১০, ৪৫.২ ওভার (রহমত ৬১, ইকরাম ৫৮, আসগর ৩৫; হোল্ডার ২/২১, চেস ২/৩১ ও শেফার্ড ২/৩২)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৯৭/৩, ৪৬.৩ ওভার (চেস ৯৪, হোপ ৭৭*; মুজিব ২/৩৩)।

ম্যাচ সেরা: রোস্টন চেস।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

 

এ সম্পর্কিত আরও খবর