ইতিহাস গড়ার হাতছানিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজকোট (ভারত) থেকে | 2023-08-31 22:29:07

রাজকোটে যেন দিওয়ালি উৎসব লেগেছে! রঙের ছোঁয়া চারদিকে। দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। তাইতো দুপুর গড়াতেই সেই ব্লু জার্সিতে হাজির ভারতীয় সমর্থকরা। গেট খুলতেই লম্বা লাইন দিয়ে মাঠে ঢুকে পড়েছেন তারা। তবে ম্যাচটাতে ভারতের বিপক্ষে এগিয়ে থেকেই নামছে বাংলাদেশ দল। সিরিজে টাইগাররা এগিয়ে ১-০ ম্যাচে।

আজ বৃহস্পতিবার জিতলেই গড়া হবে নতুন এক ইতিহাস! ভারতের মাঠ থেকে মিলবে প্রথমবারের মতো সিরিজ জয়ের তৃপ্তি। সাফল্যের সপ্ত স্বর্গে উঠার হাতছানি নিয়েই মাঠে নামছে টাইগাররা। তার আগে অবশ্য টস ভাগ্য কথা বলেনি মাহমুদউল্লাহ রিয়াদের হয়ে। টস জিতে রোহিত শর্মা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে ব্যাট হাতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গত রোববার দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ তুলে নেয় ৭ উইকেটের ঐতিহাসিক জয়। নয়বারের চেষ্টায় প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে হাসিমুখে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহর দল। সেই সাফল্যের রেশ নিয়েই ফের মাঠে টাইগাররা। যেখানে জিতলেই গড়া হবে নতুন এক ইতিহাস!

সাইক্লোন মাহা নিয়ে কথা হচ্ছিল, তার প্রভাব বিন্দু মাত্র চোখে পড়ছে না রাজকোটে। দিনভর রাজকোটে ছিল রোদের রাজত্ব। গুজরাটের এই শহরে মেঘের কোনো আনাগোনা নেই। নেই তেমন বাতাসও। আবহাওয়া চমৎকার। সাইক্লোনের প্রভাবে খেলা পণ্ড হতে পারে তেমন আভাস নেই!

বাংলাদেশ দিল্লির জয়ী দলটা নিয়েই মাঠে নেমেছে। একইভাবে পরিবর্তন নেই ভারতীয় একাদশেও।

বাংলাদেশ একাদশ-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলিল আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর