রান কম হয়েছে-মানছেন মাহমুদউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-12 14:46:42

টস পর্বে মাহমুদউল্লাহ রিয়াদ বলছিলেন-আমরা ১৮০ রানের মতো করতে চাই। ম্যাচে তার দল করল যে আরো অনেক কম! মাত্র ১৫৩ রান। ম্যাচ শেষে রানের এই চাওয়া এবং পাওয়ার পার্থক্যকেই হারের মূল কারণ মানছেন বাংলাদেশের টি- টোয়েন্টির অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলছিলেন-‘ব্যাট করার জন্য রাজকোটের এই উইকেটটা চমৎকার ছিল। ১৮০ রান করতে পারলে সেই রান আমাদের জন্য রক্ষা করা সম্ভব হতো। কিন্তু আমরা ২০ থেকে ২৫ রান কম করেছি। ভারতের ব্যাটিংয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দুর্দান্ত শুরু করেছে। সেই চমৎকার শুরু থেকেই তারা ব্যাটিংয়ে ম্যাচ জেতার মোমেন্টাম পেয়ে যায়।’

দিল্লির ম্যাচের মতো রাজকোটের এই ম্যাচেও ভারতের সেরা বোলারের মর্যাদা পাচ্ছেন লেগস্পিনার যুগবেন্দ্র চাহাল। টানা দুই ম্যাচেই চাহাল বাংলাদেশের ব্যাটসম্যানদের টেনশনে রাখেন সারাক্ষণ। মাহমুদউল্লাহ এই প্রসঙ্গে বলছিলেন-‘এই ধরণের উইকেটে রিস্ট স্পিনাররা খুব উপযোগি। চাহাল তারই প্রমাণ রেখেছে।’

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের পারফরমেন্সও প্রশংসনীয়-‘আমিনুল ইসলাম বিপ্লব বাংলাদেশের জন্য খুব ভাল একটা আবিস্কার। প্রতিটি ম্যাচে সে যেভাবে নিজেকে মেলে ধরছে তাতে আমি দারুণ খুশি। আশা করছি সে তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।’

-দিল্লিতে জয়। রাজকোটে হার। নাগপুরে কি হবে?

মাহমুদউল্লাহ জানান-‘নাগপুরেও যদি আমরা ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট পাই, তাহলে আমাদের নতুন করে ব্যাটিংয়ের পরিকল্পনা করতে হবে। স্কোরবোর্ডে আরো বেশি রান জমা করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর