থাইল্যান্ড ওপেনে পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর

গলফ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 16:15:55

পারের চেয়ে দুই শট কম খেলে থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড শেষে ২৮তম স্থানে ছিলেন সিদ্দিকুর রহমান। সেটা অবশ্য ১২ জনের সঙ্গে যৌথ ভাবে।

কিন্তু শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের সেরা এ গলফার। দুই রাউন্ড মিলিয়ে পারের সমান ১৪২ শট খেলে ৪৯তম স্থানে নেমে গেছেন এ ব্রুনাই ওপেন জয়ী। এ অবস্থানে সিদ্দিকুরের সঙ্গী এবার ১৩ জন।

থাই কান্ট্রি ক্লাবে সিদ্দিকুর প্রথম রাউন্ডে খেলেন ৬৯ শট। পারের চেয়ে দুই শট কম খেলেন। আর দ্বিতীয় রাউন্ডে ৭৩ শট। মানে পারের চেয়ে দুই শট বেশি খেলে ফেলেন। দ্বিতীয় দিনে দুটি বার্ডির বিপরীতে চারটি বোগি মারেন ৩৪ বছরের এ গলফার। একারণেই পিছিয়ে পড়েছেন তিনি।

পারের চেয়ে ৮ শট কম খেলে লিডারবোর্ডে সবার ওপরে আছেন এখন স্বাগতিক গলফার পুম পাটারোপং ও নাথাফাত হার্নচোকচাইসকুল।

এ সম্পর্কিত আরও খবর