মাহমুদউল্লাহর কণ্ঠে সুযোগ হারানোর দুঃখ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 14:16:51

শেষ ৩৬ বলে চাই ৫৯ রান। হাতে জমা ৬ উইকেট। হিসেবটা আরেকটু কমলো পরের ওভারে। ৩০ বলে প্রয়োজন দাঁড়ালো ৪৯ রান। টি- টোয়েন্টিতে খুব কি বড় কোনো টার্গেট এটা?

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সত্যটা মানলেন- ‘শেষের টার্গেট বড়কিছু ছিল না। ভালো একটা সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু সেই সুযোগ আমরা মিস করেছি।’

আর তাই রান তাড়ায় নামা বাংলাদেশ ১৩ ওভার পর্যন্ত জয়ের স্বপ্ন বেশ সতেজভাবেই জাগিয়ে রেখেও শেষ পর্যন্ত দুঃস্বপ্ন নিয়েই ফিরল। শেষ ভালো যে হলো না। ৩০ রানে ম্যাচ এবং সিরিজ হারার দুঃখের কারণ একটাই- শেষের হিসেবে গরমিল!

ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ সব সময় আসে না। নাগপুরে রোববার (১০ নভেম্বর) রাতে তেমনই এক সুযোগের সামনে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ভারত আগে ব্যাট করে ১৭৪ রানের বড় স্কোর গড়ে। শুরুতে বাংলাদেশ দুই উইকেট হারালেও ওপেনার মোহাম্মদ নাঈম যতক্ষণ ছিলেন সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই টিকেছিল বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদের কথায় সেই বর্ণনাই মিলল- ‘নাঈম ও মিঠুন যেভাবে জুটি গড়েছিল তাতে আমাদের সামনে এই ম্যাচ জেতার ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ১৩ ওভারের পর দ্রুত গতিতেই আমরা উইকেট হারাতে শুরু করি। আর ওখানেই আমরা ম্যাচটা হেরে যাই। শেষ ৫ ওভারে জেতার জন্য যখন প্রয়োজন ৪৯ রান, তখন তো সেটা অবশ্যই ম্যাচ জেতার জন্য বড় সুযোগ। আমরা সেই সুযোগ হারালাম।’

দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করলেও, সেটা পারলেন কই অধিনায়ক?

বাংলাদেশেরও যে ভালো একটা সুযোগ ছিল সেটা মানছেন সিরিজ জয়ী ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচের একসময় টেনশনের স্পষ্ট ছাপ ছিল তার চেহারায়। মাত্র চারজন স্পেশাললিস্ট বোলার নিয়ে খেলতে নামা রোহিত শর্মা শেষের বোলিংয়ের হিসেবে কীভাবে মেলাবেন, সেই চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘৮ ওভারে যখন বাংলাদেশের প্রয়োজন ছিল ৭০ রানের মতো, তখন মনে হচ্ছিল তাদের জন্য ম্যাচ জেতাটা বেশ সহজ। আমাদের জন্য ক্রমশ তখন কাজ কঠিন হয়ে পড়ছিল। ঠিক তখনই আমি পুরো দলকে একত্রিত করে বুকের জার্সিতে থাকা দেশের পতাকা দেখিয়ে সবাইকে বললাম- এটার জন্যই আমরা ক্রিকেট খেলি। জিততে আমাদের হবেই। বাকি কাজটা করে দিয়েছে আমাদের বোলাররা।’

০-১ ব্যবধানে পিছিয়ে থাকার পরও শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পূর্ণ তৃপ্তির সুর মিলল ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। আর রোববারের রাত বাংলাদেশের ক্রিকেটের জন্য সুযোগ হারানোর আরেকটি দুঃখ রজনী!

এ সম্পর্কিত আরও খবর