ইউরোপ সেরা লিভারপুলে ধরাশায়ী লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 23:10:30

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সফল হলেও লিভারপুল পেরে উঠেনি ইংলিশ প্রিমিয়ার লিগে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া করে দ্য রেড শিবির।

তবে চলতি মৌসুমে লিগ শিরোপা লড়াইয়ে সিটিকে শুধু্ চ্যালেঞ্জই ছুড়ে দেয়নি লিভারপুল। মাঠের লড়াইয়ে অনেক আগেই এগিয়ে গেছে অ্যানফিল্ড শিবির। এবার এগিয়ে গেল মুখোমুখি লড়াইয়ে।

রোববার রাতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে তারই প্রমাণ রাখল ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল। ইংলিশ লিগের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডও ৩-১ গোলে জিতেছে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে।

ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফাবিনহোর গোলে লিড পায় কোচ জুর্গেন ক্লপের লিভারপুল। সাত মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহ। ৫১তম মিনিটে গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান সাদিও মানে।

৭৮তম মিনিটে সিটির হয়ে একটি গোল শোধ করেন বার্নার্ডো সিলভা। তবে নিশ্চিত পেনাল্টি না পেয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়েন কোচ পেপ গার্দিওলা।

বার্নার্ডো সিলভার ক্রস এসে লাগে লিভারপুলের রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের হাতে। কিন্তু তা ধরতে পারেনি ভিএআর। তাই ম্যাচের ফলের চেয়ে ভিএআরের ভুল নিয়েই আলোচনা হচ্ছে বেশি।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউয়ের হয়ে গোল করেন আন্দ্রেয়াস পেরেইরা (১৭তম মিনিটে) ও মারকাস রাশফোর্ড (৬৬তম মিনিটে)। রেড ডেভিলদের বাকি গোল ছিল আত্মঘাতি। ব্রাইটনের ডেভি প্রোপার ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন ১৯তম মিনিটে।

৬৪তম মিনিটে ব্রাইটনের হয়ে একটি গোল করেন লুইস ডাঙ্ক।

১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন লিগে এখনো পর্যন্ত হার না মানা লিভারপুল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে সিটি।

 

এ সম্পর্কিত আরও খবর