আজমির-আইয়ুবের ব্যাটে এগিয়ে ঢাকা মেট্রো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 04:22:18

আজমির আহমেদ-মার্শাল আইয়ুবের ব্যাটিং দৃঢ়তায় ব্যাট-বলের লড়াইয়ের নিয়ন্ত্রণ এখন ঢাকা মেট্রোপলিসের হাতে। তৃতীয় দিন শেষে সিলেট বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৪৫ রান তুলতেই ঢাকা মেট্রো লিড পায় ২০৫ রানের। হাতে এখনো রয়েছে ৬ উইকেট।

ঢাকা মেট্রোর ওপেনার আজমির আহমেদের ৮০ রানের সঙ্গে ক্যাপ্টেন মার্শাল আইয়ুব এখনো উইকেটে টিকে আছেন ৭৩ (ব্যাটিং) রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন জাবিদ হোসেন (১৯ ব্যাটিং)। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শামসুর সাজঘরে ফেরেন ৩৭ রান নিয়ে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেটের হয়ে দুটি উইকেট নেন এনামুল হক জুনিয়র।

তার আগে সোমবার, ১১ নভেম্বর অভিষিক্ত অমিত হাসানের শতকের সুবাদে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সিলেট বিভাগ। বাকি চার উইকেট হারিয়ে আজ ক্যাপ্টেন অলক কাপালির দল (৩৫১/১০) সংগ্রহ করে মাত্র ২৯ রান।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের এ ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অলক কাপালি (৯,০১৯ রান)। অনেক আগেই এ মাইলফলক ছাড়িয়ে গেছেন তুষার ইমরান (১১,৬২২ রান)।

নতুন এ ক্লাবের সদস্য হতে অলকের দরকার ছিল ১৩ রান। রোববার, ১০ নভেম্বর ৩২ রানের ইনিংস খেলেই নতুন এ কৃতিত্ব গড়ে ফেলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা মেট্রোপলিস প্রথম ইনিংস: ৩১১/৮ ডি., ৮৩.৫ ওভার (শামসুর ১১৪, আল আমিন ৬৯, রাকিন ৪৮, শরিফুল্লাহ ৩৮; রেজাউর ৫/৬০ ও এনামুল ৩/৮৫)।

সিলেট বিভাগ প্রথম ইনিংস: ৩৫১/১০, ১০১.৩ ওভার (অমিত ১২৫, গালিব ৫৯, ইমতিয়াজ ৩৩, অলক ৩২, রাহাতুল ৩৯ ও এনামুল ২০; শহীদুল ৩/৬৩, শরিফুল্লাহ ৩/৮৬ ও তাসকিন ২/৫৪)।

ঢাকা মেট্রোপলিস দ্বিতীয় ইনিংস: ২৪৫/৪, ৭৫ ওভার (আজমির ৮০, আইয়ুব ৭৩ ব্যাটিং, শামসুর ৩৭ ও জাবিদ ১৯ ব্যাটিং; এনামুল ২/৮০)।

*তৃতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর