টিভিতে বাংলাদেশ-ভারতের লাল বলের লড়াই

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-06 04:05:50

তিন ম্যাচের তিন টি-টোয়েন্টি সিরিজ শেষ। আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ইন্দোরের মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

ঘরের মাঠে টানা ১১ টেস্ট সিরিজ জেতা বিরাট কোহলির ভারত এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। তারওপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়েছে ২-১ ব্যবধানে। সন্দেহ নেই ক্রিকেট ময়দানের লড়াইয়ে ফেভারিট স্বাগতিকরাই।

তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মার ভারতকে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে টাইগাররা। টি-টোয়েন্টির মতো লাল বলের লড়াইয়েও হাসতে চায় তারা। শক্তিশালী টিম ইন্ডিয়াকে তাদের ঘরের মাঠেই রুখে দিতে প্রস্তুত ক্যাপ্টেন মুমিনুল হকের দল।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট লড়াই। দুদেশের লাল বলের লড়াইয়ের রোমাঞ্চ টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা।

বাংলাদেশের ফুটবলাররাও আজ রাতে মাঠে নামেছন। কাতার বিশ্বকাপ বাছাই পর্বে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ আজ স্বাগতিক ওমান। রাত ৯টা থেকে টিভিতে দেখা যাবে দুদেশের ফুটবল লড়াই।

অন্য দিকে আজ শুরু হচ্ছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি লড়াই। লক্ষ্ণৌ থেকে দুদেশের মধ্যকার ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের লড়াই টিভিতে সম্প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

রাতে ইউরো বাছাই পর্বে ইংল্যান্ড লড়বে মন্টেনেগ্রোর বিপক্ষে। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল স্বাগত জানাবে লিথুনিয়াকে। আর বিশ্বকাপ জয়ী ফ্রান্স আতিথ্য দিবে মলদোভাকে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউক্রেনকে মোকাবেলা করবে এস্তোনিয়া।

চলুন তাহলে দেখে নিই বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
বাংলাদেশ-ভারত
প্রথম টেস্ট, প্রথম দিন
সরাসরি সকাল ১০টা
বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টি-টোয়েন্টি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস

ফুটবল
কাতার বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ-ওমান
সরাসরি রাত ৯টা
বাংলা টিভি

আফগানিস্তান-ভারত
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান ও টু

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
ইউক্রেন-এস্তোনিয়া
সরাসরি রাত ১১টা
সনি ইএসপিএন

ইউরো বাছাই
ইংল্যান্ড-মন্টেনেগ্রো
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি টেন টু

পর্তুগাল-লিথুনিয়া
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি সিক্স

ফ্রান্স-মলদোভা
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি টেন ওয়ান

 

এ সম্পর্কিত আরও খবর