এক দশক বছর পাকিস্তানে লাল বলের লড়াই

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 09:03:28

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটও ফিরছে পাকিস্তানে। এবং তা এক দশক পর। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দেশটির দীর্ঘ দিনের পরিকল্পনা অবশেষে সাফল্যের মুখ দেখছে।

আগামী ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। খবরটা আগেই জানাজানি হলেও বৃহস্পতিবার তা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সঙ্গে জানিয়েছে সিরিজের সময়সূচি।

পাকিস্তান-শ্রীলঙ্কা রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামবে ১১ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে।

২০০৯ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলবে পাকিস্তান। লাল বলের সিরিজে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবশেষ টেস্টও তারা খেলে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

কিন্তু লাহোর টেস্ট চলাকালেই ঘটে যায় ভয়ানক এক দুর্ঘটনা। ম্যাচের তৃতীয় দিনে মাঠে যাওয়ার আগেই লঙ্কান টিম বাসে হামলা করে বসে সন্ত্রাসীরা। শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার আহত হয়ে ছিলেন হামলায়। তবে নিহত হন নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য।

এর পর পাকিস্তানে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে তারা খেলতে থাকে হোম সিরিজ। কারণ টেস্ট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নেয়।

গত সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে তারা।

 

 

 

এ সম্পর্কিত আরও খবর