রান পাহাড়ে চড়ছে ভারত, বল কুড়াচ্ছে বাংলাদেশ!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 13:32:46

ইন্দোরের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন সাফল্যহীন কাটল বাংলাদেশের। ভারত চা বিরতিতে গেল ৩ উইকেটে ৩০৩ রান নিয়ে। প্রথম ইনিংসে এগিয়ে ছিল তারা ১৫৩ রানে।

একটু জানিয়ে দেই-প্রথম ইনিংসে এর চেয়েও কম রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, ১৫০ রানে। আর ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল একাই খেলছেন এখনো ১৫৬ রানে।

আগারওয়াল বনাম বাংলাদেশ! ইন্দোর টেস্টের প্রথম ইনিংসের নতুন নাম আপনি এখন এটা দিতেই পারেন! আগারওয়াল এখন এই টেস্টে অপেক্ষা করছেন ডাবল সেঞ্চুরির জন্য। আর আজিঙ্কা রাহানের অপেক্ষাও তিন অঙ্কে পৌঁছানোর।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসার একটা ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দ্বিতীয় সেশনে আগারওয়াল ও রাহানে যে ব্যাটিং করলেন তাতে এখন এই টেস্টের সম্ভাব্য ভবিষ্যৎ একটাই-ভারতের বড় জয়!

কোনো সুযোগ না দিয়ে কিভাবে নিরাপদ ক্রিকেট খেলতে হয়- তার নজির রাখলেন ওপেনার মায়াঙ্ক আয়ারওয়াল ইন্দোরে। বোঝালেন হাফসেঞ্চুরিকে কিভাবে সেঞ্চুরিতে পরিণত করতে হয়। দেখালেন সেঞ্চুরি থেকে কিভাবে দেড়শ’ রানে পৌঁছাতে হয়। এখন অপেক্ষায় আছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির আনন্দে ভাসার। যেভাবে খেলছেন তাতে দ্বিতীয় দিনের শেষ সেশনেই সেই আনন্দে মেতে উঠার কথা তার।

টেস্ট ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি দিয়ে। ৮ টেস্টে তিন সেঞ্চুরি তার! এই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছেন। আর তাতেই ডাবল সেঞ্চুরির স্বপ্নটা সবুজ তার।

আজিঙ্কা রাহানেও টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেশ পছন্দ করেন। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে চার টেস্টে তার রান সংখ্যা এখন এমন-৯৮, ৮২, ২৮ ও ৮২*। ভারতের এই সহ-অধিনায়ক যেভাবে সামনে বাড়ছেন তাতে শেষের অপরাজিত ৮২ রানের ইনিংসকে তিন অঙ্কে নিয়ে যাওয়াটা এখন তার কাছে সময়ের ব্যাপার মাত্র।

নিখুঁত, নিশ্চিদ্র ও নিরাপদ ব্যাটিংয়ের নমুনা দেখালেন ভারতের এই দুই ব্যাটসম্যান ইন্দোরের দ্বিতীয় দিন। বিন্দুমাত্র কোনো সুযোগ দেননি প্রতিপক্ষকে।

চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে খেলার বাংলাদেশের কৌশলটা এখন পর্যন্ত ইন্দোরে আপাতত ব্যর্থ। এই টেস্ট ম্যাচের ৮৪ ওভার করেছেন দলের চারজন বোলার। এবাদত ২৩। তাইজুল ২৪ ও মিরাজ পরিশ্রম করেছেন ২০ ওভারের। তবে সবচেয়ে কম ১৭ ওভার বোলিং করা আবু জায়েদ রাহীই এখন পর্যন্ত ম্যাচে বাংলাদেশের একমাত্র সফল বোলার। ৭৩ রানে তার শিকার ৩ উইকেট।

দলের আরো যে দুজন বল করতে পারেন সেই মাহমুদউল্লাহ বা মুমিনুল কেউ এখন পর্যন্ত বোলিংয়েই আসেননি। মূল বোলাররাই পারছেন না পার্ট টাইমাররা পাত্তা পাবেন কিভাবে?

এই টেস্টে যে গতিতে ভারত সামনে বাড়ছে তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পরিশ্রম করার ইচ্ছে তাদের যে নেই- সেটা পরিষ্কার।

স্কোরকার্ড: (দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫০/১০ (৫৮.৩ ওভারে, ইমরুল ৬, সাদমান ৬, মিঠুন ১৩, মুমিনুল ৩৭, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭*, এবাদত ২, অতিরিক্ত ৪, শর্মা ২/২০, যাদব ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩)।

ভারত প্রথম ইনিংস: ৩০৩/৩ (৫৪ ওভারে, রোহিত ৬, আগারওয়াল ১৫৬*, পূজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮২*, আবু জায়েদ ৩/৭৩)।

এ সম্পর্কিত আরও খবর