টেস্টে অভিষেক হচ্ছে ফার্গুসনের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 17:14:00

ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী লকি ফার্গুসন সাদা বলে ইতোমধ্যে ৪৪ ম্যাচ (৩৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি) খেলে ফেলেছেন। কিন্তু এখনো টেস্টে খেলা হয়নি। সে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এবার তার।

টেস্টে অভিষেক হতে যাচ্ছে লকি ফার্গুসনের। আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের এ তারকা পেসার।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের দলে ডাক পেয়েছেন ফার্গুসন।

হিপ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন টিম সাউদি।

শ্রীলঙ্কার বিপক্ষে ১-১ এ ড্র হওয়া সিরিজের দলে দুটি পরিবর্তন এসেছে। ফার্গুসন ও লেগস্পিনার টড অ্যাস্টল জায়গা পেয়েছেন উইল সমারভিলে ও আজাজ প্যাটেলের বদলে।

মাউন্ট মুনগনুইতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড প্রথম টেস্ট খেলতে নামবে ২১ নভেম্বর। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট শুরু ২৯ নভেম্বর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্ল্যাক কাপস শিবির তিন টেস্টের সিরিজে লড়বে পার্থ (১২ ডিসেম্বর শুরু ), মেলবোর্ন (২৬ ডিসেম্বর শুরু) ও সিডনিতে (৩ জানুয়ারি শুরু)।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং।

 

এ সম্পর্কিত আরও খবর