সময় চাইছেন মুমিনুল

ক্রিকেট, খেলা

আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ইন্দোর (ভারত) থেকে | 2023-08-23 01:20:03

ইন্দোরের হোলকার স্টেডিয়াম থেকে একরাশ হতাশা সঙ্গী করেই কলকাতা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচদিনের লড়াইয়ে তিন দিনেই হেরেছে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই ইনিংস ও ১৩০ রানে হার। বাকি দুই দিন দল কী করবে এনিয়ে চলছে গবেষণা! মুমিনুল হকরা কি এখানেই এই ইন্দোরেই থাকবেন বাকি দুই দিন? নাকি চলে যাবেন কলকাতায়।

আপাতত খবর মধ্য প্রদেশের শহরেই বাকি দুটি দিন থেকে ১৯ নভেম্বর দল যাবে পিঙ্ক বলের ভেন্যুতে। কলকাতার ইডেন গার্ডেন্সে নতুন এক অভিজ্ঞতা হবে ভারত-বাংলাদেশের। প্রথমবারের মতো দুই দল খেলবে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। এ কারণেই রোববার ও সোমবার হোলকার স্টেডিয়ামেই মুমিনুলদের অনুশীলনের কথা শোনা যাচ্ছে।

শনিবার হারের পর সংবাদ সম্মেলনে অনেকটা জুড়ে গোলাপি টেস্ট প্রসঙ্গ থাকল। বাংলাদেশ অধিনায়ক মুমিনুলও চোখ রাখতে চান ইডেন টেস্টে। জানিয়ে রাখলেন, 'আমরা আরেকটা সুযোগ পাব কলকাতায়। সেটা কাজে লাগাতে চাই। আমার কাছে মনে হয় এটি একটি ভালো প্র্যাকটিস যে আপনি মানসিকভাবে কতটা সামলে উঠতে পারেন। এটি একটি রোমাঞ্চকর ব্যাপার কারণ আমরা প্রথমবারের মতো গোলাপি বলে খেলব।’

ইন্দোরে ছিলেন না মুস্তাফিজুর রহমান। ব্যাপারটায় বেশ অবাক হয়েছিল ভারতীয় মিডিয়া। কারণ আইপিএল খেলার সুবাদে সবার কাছেই কাটার মাস্টার পরিচিত এক নাম। তিনি কি কলকাতায় খেলবেন? এমন প্রশ্নে উড়ে যেতেই মাথা নিচু করে বল ছেড়ে দিলেন মুমিনুল। বলছিলেন, 'দেখুন, আমাদের হাতে তো তেমন সময় নেই। গোলাপি বলে অনুশীলন করা উচিত সবার। আর মুস্তাফিজের ব্যাপারে এখন বলা কঠিন। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।'

ভারতের মতো বাংলাদেশও প্রথমবারের মতো খেলবে দিন-রাতের টেস্টে। তার আগে প্রস্তুতির ঘাটতি তো থাকছেই। সেই লড়াইয়ের আগে ফ্লাডলাইডে অনুশীলনের কথাই ভাবছেন মুমিনুল। টাইগারদের অধিনায়ক জানাচ্ছিলেন, 'লাইটের নিচে যতোটুকু অনুশীলন করা যায় ততোটুকুই ভালো। আমার কাছে মনে হয় আমরা যে সুইংয়ের বিরুদ্ধে খেলেছি, এরচেয়ে বেশি সুইং মনে হয় না হবে কলকাতায়। অনেক বেশি সুইংয়ে ভালো প্র্যাকটিস হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। হয়তো একটু চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জটা একটু ভালোভাবে নেওয়া উচিত।'

আগের দিন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন, অবকাঠামো পরিবর্তন না করলে সাফল্য আসবে না বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। কোচের এই চিন্তাটা মনে ধরেছে অধিনায়কের। শনিবার আরেকটি ব্যর্থতার ময়নাতদন্ত করতে গিয়ে বলছিলেন, 'মানসিকভাবে প্রস্তুত হতে হলে সবসময় ভালো চিন্তা করতে হবে। টেস্ট ফরম্যাট আলাদা করে যদি কাঠামো তৈরি হয় তাহলে হয়তো সেটা বেশি কাজে দেবে। আপনি যখন একটা ফরম্যাট নিয়ে চিন্তা করবেন তখন সেখানেই থাকার চিন্তা করবেন। আপনার অটোম্যাটিক সেই বিষয়গুলো মাথায় আসবে। সেভাবেই করা উচিত বলে আমার মনে হয়। তবে কিছুটা সময় লাগবে আমাদের।'

নেতৃত্বের প্রথম টেস্টেই বড় হার দেখলেন মুমিনুল। এরচেয়ে বাজে শুরু বুঝি হতেই পারতো না। তবে প্রত্যাশার লাগামটা টেনেই রেখেছেন তিনি। তিনি ভালো করেই জানেন রাতারাতি কিছুই বদলাবে না। সবাইকে ধৈর্য ধরার পরামর্শটাও দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক!

এ সম্পর্কিত আরও খবর