জাতীয় লিগের প্রথম স্তরে সিলেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-12 08:07:38

রুয়েল মিয়ার বিধ্বংসী বোলিং চলল চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় ইনিংসেও। দুই ইনিংস মিলে শিকার করলেন ১৩ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ম্যাচে কোনো পেসারের সব চেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটি। সুবাদে প্রতিপক্ষকে মাত্র দুই দিনেই ৯ উইকেটে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরে উঠে গেল সিলেট বিভাগ।

প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে চট্টগ্রাম বিভাগকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ছিলেন ম্যাচ সেরা রুয়েল মিয়া। দ্বিতীয় ইনিংসে রুয়েল ফের পাঁচ উইকেট নিলে সাদিকুর (৬২) ও ইরফান শুক্কুরের (৬৬) জোড়া হাফ-সেঞ্চুরির পরও চট্টগ্রাম এবার ১৬৫ রানের বেশি তুলতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে সিলেটের জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪২ রান। ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ৪৫ রান তুলে উৎসবে মেতে উঠে অধিনায়ক অলক কাপালির দল।

তার আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রোববার, ১৭ নভেম্বর পাঁচ উইকেটে ১৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। অমিত হাসানের হাফ-সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব মিলিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ২৩০ রান। অমিত ৫৫, অলক কাপালি ৪১, আসাদুল্লাহ গালিব ৪০ ও রাহাতুল ফেরদৌস ৩৯* রান করেন।

চট্টগ্রামের ইরফান হোসেন শিকার করেন ৬ উইকেট। শাখাওয়াত হোসেন নেন দুটি উইকেট।

ছয় ম্যাচ খেলে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে ৩৬.০৫ পয়েন্ট নিয়ে আসরের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন সিলেট।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস: ১০৬/১০, ৩৫.১ ওভার (তাসামুল ২১, ইরফান ২১ ও সাজ্জাদুল ১৪; রুয়েল ৮/২৬)।

সিলেট বিভাগ প্রথম ইনিংস: ২৩০/১০, ৬৫ ওভার (অমিত ৫৫, কাপালি ৪১, গালিব ৪০, রাহাতুল ৩৯*; ইফরান ৬/৯৫ ও শাখাওয়াত ২/১২)।

চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস: ১৬৫/১০, ৫১.১ ওভার (ইরফান ৬৬, সাদিকুর ৬২; রুয়েল ৫/৩৯ ও রেজাউর ২/৫৩)।

সিলেট দ্বিতীয় ইনিংস: ৪৫/১, ৫.৫ ওভার (ইমতিয়াজ ১৪, শানাজ ১৮*, তৌফিক ১১*; ইফরান ১/১৯)।

ম্যাচ সেরা: রুয়েল মিয়া (সিলেট)।

ফল: সিলেট ৯ উইকেটে জয়ী।

এ সম্পর্কিত আরও খবর