ইন্দোরে দুই টাইগার ক্রিকেটারের চোট

ক্রিকেট, খেলা

আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ইন্দোর (ভারত) থেকে | 2023-09-01 03:28:35

সময়ের দু'দিন আগেই শেষ ইন্দোর টেস্ট। ভারতীয় ক্রিকেট দলের অনেকেই চলে গেলেন ছুটির মেজাজে। তবে সুযোগটা কাজে লাগাচ্ছেন মুমিনুল হকরা। ইডেনে গোলাপি বল চ্যালেঞ্জের আগে হোলকার স্টেডিয়াম থেকেই শুরু হয়ে গেল প্রস্তুতি। রোববার নেটে এক মনে অনুশীলন করলেন ক্রিকেটাররা। কিন্তু সেখানেই দেখা যায়নি পাঁচ ক্রিকেটারকে।

মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন আর এবাদত হোসেন ঐচ্ছিক ছুটি কাজে লাগিয়ে সরিয়ে নিয়েছিলেন নিজেদের। কিন্তু ইচ্ছে থাকার পরও আসতে পারেননি সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।

কারণটা অনুসন্ধান করতেই মিলল তথ্য-ইনজুরিতে দুই টাইগার ক্রিকেটার।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেল-সাইফ চোট পেয়েছেন হাতের আঙুলে। ক্যাচ ধরতে গিয়ে বিপাকে পড়েন বদলি ফিল্ডার। এরপর সেলাইও লেগেছে তার আঙুলে। তবে স্বস্তির খবর সোমবার থেকেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের চোট কনুইয়ে। বিশ্রামে রয়েছেন তিনি। তারও সোমবার অনুশীলনে থাকা প্রায় নিশ্চিত।

ইন্দোরে ম্যাচ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু হয়েছে বাংলাদেশের। যদিও প্রথম ম্যাচেই দল পেয়েছে তিক্ত অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে হেরেছে ইনিংস ও ১৩০ রানে। সেই ধাক্কা সামলে এবার কলকাতায় ঘুরে দাঁড়ানোর মঞ্চটাও তৈরি। প্রথমবারের মতো দুই দল নামবে গোলাপি বলের টেস্টে। ২২ নভেম্বর শুরু লড়াই!

এ সম্পর্কিত আরও খবর